এবার লোকসভা নির্বাচনে আর ফিরছে না বিজেপি। ৪০০ তো দূর, ২০০ পেরোবে না গেরুা শিবির তথা এনডিএ জোট। কটা আসন পেতে পারে তারা? কটাই বা পাবে জোট? বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে জানিয়ে দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বনগাঁর অভিযান সংঘের মাঠে সভা করে তৃণমূল (TMC) সভানেত্রী। আর সেখান থেকেই জানিয়ে দেন, ”মোদি দেশ থেকে যাবে। আপনাদের দিদি ওখানে জোটের সরকার গড়বে। এখনও পর্যন্ত হিসেব বলছে, বিজেপি (BJP) ২০০-ও পার করবে না। ওরা বড়জোর ১৯০- ১৯৫। আর ‘I.N.D.I.A.’ ৩১৫ পাবে, তাও ২-৩ পার্টি বাদ দিয়ে।”
২০০ পার করবে না বিজেপি, কত পাবে জোট? বনগাঁতে জানালেন তৃণমূল সুপ্রিমো
Date:
Share post: