বারাকপুর লোকসভার দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের (Partha Bhowmick) হয়ে প্রচার সমর্থনে পলতার সভা থেকে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি বন্ধ থেকে শুরু করে মিথ্যাচার, মোদির গ্যারান্টির নামে ভাঁওতা- সব বিষয় নিয়েই তুলোধনা করেন তৃণমূল সভানেত্রী।
একই সঙ্গে নরেন্দ্র মোদির মাছ খাওয়া নিয়ে কটাক্ষের মোক্ষম জবাব দেন মমতা। বলেন, “মোদি এসে বলেন, ‘মাছ খাবেন না।’ যে যা ভালবাসে, তাই খাবে। চিংড়ি পটল, চিংড়ি মালাইকারি, যার যা ইচ্ছা খাবে। মোদিবাবু আপনি খেয়ে দেখুন না স্বাদটা কেমন? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না, নিজে রান্না করব। ছোট থেকে রান্না করি। আপনি যদি বলেন ধোকলা খেতে, খাব। আমি খেয়েছি। গুজরাটে পাওয়া যায়। আমার কাছে জাতপাত বলে কিছু নেই। আসল মানুষ।“
ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি বন্ধ নিয়ে পলতার সভা থেকে কেন্দ্রকে বিঁধলেন মমতা
Date:
Share post: