Tuesday, August 26, 2025

মেদিনীপুরে দাঁড়ালে ২ লক্ষ ভোটে হারতেন! জুনের প্রচার সভা থেকে দিলীপকে তোপ অভিষেকের

Date:

মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়াকেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। দলীয় প্রার্থীর সমর্থনে মঙ্গলবার দাঁতনে সভা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই সভা থেকেই মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপির বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষকে (Delip Ghosh) তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, “এখানকার যিনি প্রার্থী ছিলেন তিনি মেদিনীপুর থেকে দাঁড়ালে ২ লক্ষ ভোটে হারতেন। গতকাল তাঁকে বর্ধমান-দুর্গাপুরের মানুষ জবাব দিয়ে দিয়েছে। তাঁর পরাজয় শুধু সময়ের অপেক্ষা।“

বাংলায় ৭ দফায় নির্বাচনে গরমে নাজেহাল হচ্ছে মানুষ। এই নিয়েও এদিন সভা থেকে নির্বাচন কমিশনকেও কটাক্ষ করেন অভিষেক। বলেন, ৭ দফায় বাংলা নির্বাচন করেছে যেখানে গরমের মধ্যে আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি নির্বাচন হয়ে গেলে মানুষের সুবিধা হবে। গরম, কালবৈশাখী কত সমস্যা। তা না করে পরিযায়ী বসন্তের কোকিলরা যাতে বাংলায় এসে প্রচার করতে পারে সে কারণে এত দফাই করেছে। ২০২১-এর হেরে গিয়েও এরা শিক্ষা নেয়নি- আক্রমণ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

এবার দিলীপ ঘোষের (Delip Ghosh) বদলে মেদিনীপুরে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই বিষয় নিয়েও বিজেপি নিশানা করেন অভিষেক। বলেন, “এখানকার বিদায়ী সংসদকে পাঠিয়ে দিয়েছে ঘাড় ধাক্কা দিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। দিলীপ ঘোষকে কেন মেদিনীপুরে বিজেপি দাঁড় করায়নি! কারণ তিনি যে ভাষায় কথা বলেছেন ও মানুষকে বঞ্চিত করেছেন… পাঁচ বছর ধরে তিনি সাংসদ, ১০ বছর বিজেপি (BJP) ক্ষমতায়। গত পাঁচ বছরে তিনি কী করেছেন? ২০০০ বুথে যদি একটা উন্নয়নের বৈঠক করেছেন বলে কেউ যদি দেখাতে পারে আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না।“

সন্দেশখালির ভুয়ো অভিযোগে বাংলার নাম বদনাম করেছে বিজেপি। এই বিষয় নিয়ে তুলোধনো করে অভিষেক বলেন, সন্দশেখালি করে গলা পাঠাচ্ছিল আর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন সন্দেশখালি ঘটনা সাজানো, কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। মহিলাদের ২০০০ টাকা করে দিবে ধর্ষণের বহু অভিযোগ করেছি যাতে বাংলার ভাবমূর্তি নষ্ট করা যায়। এই ষড়যন্ত্রের পিছনে যে গদ্দার আছে, সেটারও স্পষ্ট ইঙ্গিত মিলেছে। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, সেই শুভেন্দুর সাগরেদের নাম অগ্নিমিত্রা পাল। তিনি কয়েক মাস আগে তিনি তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন যখন সন্দেশখালিকে নন্দীগ্রাম করতে চাইছি এমন করব যাতে নন্দীগ্রামের থেকে বড় হয়। সেই বিজেপি প্রার্থীকে একটিও ভোট নয়- বার্তা অভিষেকের।





Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version