Wednesday, August 27, 2025

কয়লা মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Maji has got bail) ওরফে লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। মঙ্গলবারের শুনানিতে বিশেষ সিবিআই আদালতের বিচারক মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন।

মঙ্গলবার সকালেই জামিনের আর্জি নিয়ে আসানসোল আদালতে (Assansol CBI Court) আত্মসমর্পণ করেন লালা ওরফে অনুপ মাজি (Anup Maji)। কয়লা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে সিবিআই-এর (CBI) তরফে অভিযোগ করা হলেও সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচ পান তিনি। সেই শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আত্মসমর্পণ করেন।আগামী ২১ মে কয়লা মামলায় শেষ চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তার পরই ট্রায়াল শুরু হওয়ার কথা । আদালত সূত্রে খবর জামিনের আবেদন নিয়েই অনুপ আদালতের দ্বারস্থ হন। ২০২০ সাল থেকে কয়লা মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন শুনানি শুরু হতেই জামিন পেয়ে যান লালা। আদালত সূত্রে জানা যাচ্ছে ১০ লক্ষ টাকায় শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে অনুমতি ছাড়া নিজের এলাকা ছেড়ে কোথাও যেতে পারবেন না অনুপ। আদালত নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা এলাকায় যেখানে তাঁর বাড়ি, সেই এলাকার ৫০ কিলোমিটারের বাইরে যেতে পারবেন না অনুপ এবং তদন্তে সব ধরনের সহযোগিতা করতে হবে । কয়লা মামলায় তদন্তকারীদের ভূমিকায় খুশি নয় আদালত, তা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন বিচারক।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version