Monday, August 25, 2025

হাস্যকর হলফনামা, “ভুয়ো” বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস বারাসাতের বিজেপি প্রার্থী!

Date:

Share post:

ওপেন ইউনিভার্সিটি বা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে পাস হওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন! কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নাকি উচ্চমাধ্যমিক পাস করেছেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, নির্বাচনী হলফনামায় এমনই অবাক করা তথ্য দিয়েছেন তিনি! তবে বিস্ময়ের অবশ্য এখানেই শেষ নয়, যে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী, সেই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই নেই ভূভারতে। অর্থাৎ, “ভুয়ো” বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন স্বপন মজুমদার! স্বাভাবিকভাবেই বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ভোটের মুখে যা নিয়ে পদ্ম শিবিরের অন্দরে অস্বস্তি বাড়ল।

বারাসতের বিজেপি প্রার্থীকে নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। তাঁর বিরুদ্ধে একাধিক রাজ্যে রয়েছে একাধিক ফৌজদারী মামলা। জেলেও যেতে হয়েছে তাঁকে। হলফনামায় সেই তথ্যও জমা দিয়েছেন স্বপন মজুমদার। জানা গিয়েছে, এবার লোকসভায় প্রার্থী হতে একবার নয়, দু’বার হলফনামা জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। সেখানে লেখা রয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন ‘রবীন্দ্র ভারতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়’ থেকে। এরকম বিশ্ববিদ্যালয়ের নাম শুনেই আকাশ থেকে পড়ছেন তাবড় শিক্ষা বিশারদরা। কারণ, এরকম কোনও বিশ্ববিদ্যালয়ের কথা তাঁদের জানা নেই। তৃণমূল বলছে, নির্বাচনী হলফনামায় সবসময় সঠিক তথ্য জমা দিতে হয়। কিন্তু বিজেপি প্রার্থী শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা দাবি করেছেন, তা হাস্যকর ছাড়া আর কিছু নয়। বিশ্ববিদ্যালয় থেকেও যে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া যায়, তা বিজেপির সৌজন্যেই সবাই জানল বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে জোড়াফুল শিবির!

 

spot_img

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...