রেকর্ড গড়লেন ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা। মহিলাদের সিঙ্গলসে বিশ্ব র্যাঙ্কিং-এ ২৪ নম্বরে উঠে এলেন ভারতের এই টেবিল টেনিস খেলোয়াড়। আর এর সুবাদে এই প্রথম ভারতের কোনও মহিলা টেবিল টেনিস খেলোয়াড় সিঙ্গলস প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিলেন। জেদ্দায় সাফল্যের পরে মহিলাদের সিঙ্গলসে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে ২৪ নম্বরে উঠে এসেছেন মণিকা। বিশ্ব ক্রমতালিকায় এর আগে কোনও ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় প্রথম পঁচিশে জায়গা পাননি। মণিকাই প্রথম বার এই নজির গড়লেন।
নিজের এই সাফল্যে উচ্ছ্বসিত মণিকা। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “প্যারিস ২০২৪-এর পথে এই র্যাঙ্কিং আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে তুলবে। বিশ্ব র্যাঙ্কিং-এ প্রথম পঁচিশে প্রবেশ এবং প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের সিঙ্গলসে সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছি। কোচ আমন বলগুকে বিশেষ ধন্যবাদ ।“
এর আগের বিশ্ব ক্রমতালিকায় মহিলা সিঙ্গলসে ৩৯ নম্বরে ছিলেন মণিকা। সেখান থেকে এক লাফে ১৫ ধাপ এগিয়েছেন তিনি।
আরও পড়ুন- ঠিক কী ঘটেছিল গোয়েঙ্কা-রাহুলের মধ্যে, ফাঁস করলেন লখনউ দলের কোচ