Sunday, May 4, 2025

বিজেপি কী আদর্শ আচরণবিধির ঊর্ধ্বে? নরেন্দ্র মোদির বিরুদ্ধে এই নিয়ে তৃতীয় অভিযোগ দায়ের কমিশনে। কোনও অভিযোগে কী কোনও ব্যবস্থা নিয়েছে কমিশন? তাহলে কী এমসিসি এখন মোদি কোড অফ কনডাক্ট হয়ে গিয়েছে? প্রশ্ন অনেক। কিন্তু বিরোধীদের দেওয়ার মতো কোনও উত্তরই নেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তবুও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তত শেষ তিন দফা নির্বাচনের আগে যাতে কমিশন নিজেদের দায়িত্ব বুঝতে পারে, সেই কথা স্মরণ করাতেই ফের নির্বাচন সদনে তৃণমূল প্রতিনিধিদল। এই সব প্রশ্ন নিয়ে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করলেন সাংসদ সাকেত গোখলে ও সাংসদ সাগরিকা ঘোষ।

চতুর্থ দফা নির্বাচনের দিনও নির্বাচনের আদর্শ আচরণ বিধি বিভিন্ন ভাবে ভেঙেছেন নরেন্দ্র মোদি, অভিযোগ তৃণমূলের। বারবার ধর্মীয় উস্কানিমূলক কথা বলছেন। এমন শব্দ ব্যবহার করছেন যা আচরণবিধি লঙ্ঘন করে। মঙ্গলবারও মনোনয়ন পেশের সময় তাঁকে আদ্যোপান্ত ধর্মের মোড়কেই দেখা যায়। সেই সঙ্গে নির্বাচনে কোনওভাবেই যে কোনও প্রতিশ্রুতি দেওয়া যায় না, সেই নিয়মকেও ভেঙেছেন মোদি।

 

এই সব অভিযোগ নিয়ে আগে দুবার কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। মঙ্গলবার সাংসদ সাকেত ও সাংসদ সাগরিকা ফের কমিশনে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে প্রশ্ন তোলেন আগের অভিযোগের প্রেক্ষিতে কমিশন কী পদক্ষেপ নিয়েছে। উত্তরে কমিশনের আধিকারিকরা জানান তাঁরা বিজেপি সভাপতিকে চিঠি দিয়েছেন। এরপরেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হয় বিরোধীদের বারবার ‘প্রেমপত্র’ পেশ করা কমিশন কেন বিজেপির ক্ষেত্রে নীরব। তৃণমূলের দুই সাংসদ কমিশনকে স্মরণ করান, তিন দফার নির্বাচনের আগে যেন তাঁরা নিজেদের কর্তব্যের প্রতি সচেতন হন।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version