বিনা অনুমতিতে ভিনরাজ্যের বিজেপি নেতাদের নিয়ে সন্দেশখালির স্কুলে বৈঠক, অভিযোগ কমিশনে

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে নোংরা রাজনীতি করতে এবার ভিন রাজ্য থেকে নেতাদের নিয়ে এসে বৈঠক করার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। সন্দেশখালির এক স্কুলে অনুমতি ছাড়াই অসম ও গুয়াহাটির দুই বিজেপি নেতা সহ একাধিক নেতাদের নিয়ে গোপনে কর্মী বৈঠক করায় স্কুলের প্রধান শিক্ষক অপূর্ব মন্ডল (Apurba Mondal) অভিযোগ দায়ের করলেন থানায়। পাশাপাশি স্কুলের গুরুত্বপূর্ণ নথি চুরি গেছে বলেও দাবি তাঁর।

সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো (Sukumar Mahato) বলছেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার নেজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া প্রাথমিক বিদ্যালয়ে গত ১৩ মে সোমবার বিকেলে ভিন রাজ্য থেকে নেতাদের নিয়ে এসে বৈঠক করেছে বিজেপি। এর জন্য স্কুলের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। প্রধান শিক্ষক নিজে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুকুমার বলেন এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চান তাঁরা। আশঙ্কা প্রকাশ করে তৃণমূলের দাবি বসিরহাট লোকসভা কেন্দ্রের (Basirhat Loksabha Election) নির্বাচনের প্রাক্কালে হয়তো রাখার পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি। সন্দেশখালির ভিডিও যেভাবে পদ্ম শিবিরের কুকীর্তি ফাঁস করে দিয়েছে তাতে এবার মাসল পাওয়ার দেখানোর জন্য এই ধরনের গোপন বৈঠক হচ্ছে বলে মনে করছেন তারা।


 

Previous articleবিজেপির জার্সিতে ধারাবাহিক সন্ত্রাস চালিয়েছে! বারাকপুরে দাঁড়িয়ে অর্জুনকে ধুয়ে দিলেন অভিষেক
Next articleনির্বাচনের মাঝেই নাগরিকত্বের শংসাপত্র! স্বীকৃতি পেলেন ১৪ জন