পঞ্জাব-হরিয়ানায় কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলন করছে। আর মোদির জনসভার জন্য কৃষি জমি নষ্ট হচ্ছে। বুধবার, পুরশুড়ার সভা থেকে বিজেপিকে কৃষক-বিরোধী বলে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে আদ্যা মা কোল্ড স্টোরেজ মাঠের জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। সেই সভা থেকে হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, “বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। বিজেপি সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। জনবিরোধী বিজেপি, গরিববিরোধী বিজেপি। ১০০ দিনের টাকা আটকে রেখেছেন যাঁরা, তাঁদের ২০ তারিখ উচিত শিক্ষা দেওয়ার দিন।“ মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে তীব্র নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, “আরামবাগে প্রধানমন্ত্রী দু’মাসে দু’বার এসেছেন। কেন? নির্বাচন বলে। কোভিডের সময় ক’বার দেখেছেন? আমি শুনেছি, কৃষিজমি নষ্ট করে প্রধানমন্ত্রী সভা করেছেন।“