Sunday, May 4, 2025

নিজের স্ত্রীকে অপমান করে, নারীদের উন্নয়ন কী করবে! ‘বাংলাভাগের চক্রী’ সৌমিত্রকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুজাতা মণ্ডলের (Sujata Mondal) সমর্থনে জনসভা থেকে বড়জোড়ার জনসভা থেকে বিজেপি (BJP) প্রার্থী সৌমিত্র খাঁকে (Soumtra Khan) ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, যিনি নিজের সহধর্মিনীকে অপমান করেন, তিনি দেশের নারীদের কথা সংসদে কী বলবেন! বিষ্ণুপুরের মানুষের প্রয়োজনে বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্রকে খুঁজে পাওয়া যায় না বলেও কটাক্ষ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন সভা থেকে বিজেপি সাংসদ তথা প্রার্থী এবং তৃণমূল প্রার্থী সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, ”যে নিজের সহধর্মিণীকে অপমান করে, নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয় সে কোনও দিন নারীদের উন্নয়ন করতে পারে! সে ভারতের নারীদের কথা বলতে পারে! সেকোনও দিন সমাজের পিছিয়ে পড়ে মানুষের অগ্রাধিকারের কথা সংসদে বলতে পারে!”তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনে করান, গতবার ২০১৯-এ লোকসভা নির্বাচনে আদালতে নির্দেশে বিষ্ণুপুরে ঢুকতে পারেননি সৌমিত্র। সেই সময় তাঁর হয়ে ভোট করান সুজাতা। আর যে বিধানসভা কেন্দ্র খণ্ডঘোষে সৌমিত্র প্রচার করেছিলেন, সেখানে হেরেছিল বিজেপি। এরপরেই তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ইন্ডাসে বজ্রঘাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। তখন সৌমিত্র খাঁকে খুঁজে পাওয়া যায়নি। মণিপুর এক জওয়ান নিহত হন, যাঁর বাড়ি বিষ্ণুপুরে, সেই পরিবারের পাশে দাঁড়াননি সৌমিত্র খাঁ। কোভিডের সময় কোনও বিজেপি কর্মী গিয়ে কারও বাড়িতে খোঁজ নেননি এলাকায় মানুষ কেমন আছেন, তাঁরা খেতে পাচ্ছেন কি না, সুস্থ আছেন কি না! সেই সময় পাশে দাঁড়িয়ে ছিল তৃণমূল। সেই কারণে যাদের পাশে পাওয়া যায়, সেই তৃণমূল প্রার্থী সুজাতাকে জেতানোর আহ্বন জানান অভিষেক (Abhishek Banerjee)।

এরপরই বিস্ফোরক অভিযোগ করে অভিষেক বলেন, বিজেপি নেতা নীলাদ্রিশেখর দানা ও ওন্দার বিধায়ককে পাশে নিয়ে সৌমিত্র বাঁকুড়াকে বাংলা থেকে ভাগ করার কথা বলেছিলেন। চেয়েছিলেন জঙ্গলমহলকে ভাগ করতে। বাংলা ভাগের চক্রান্তকারী, লম্পট সৌমিত্রকে একটিও ভোট নয়- বার্তা অভিষেকের।





Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version