Friday, November 21, 2025

নিজের স্ত্রীকে অপমান করে, নারীদের উন্নয়ন কী করবে! ‘বাংলাভাগের চক্রী’ সৌমিত্রকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুজাতা মণ্ডলের (Sujata Mondal) সমর্থনে জনসভা থেকে বড়জোড়ার জনসভা থেকে বিজেপি (BJP) প্রার্থী সৌমিত্র খাঁকে (Soumtra Khan) ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, যিনি নিজের সহধর্মিনীকে অপমান করেন, তিনি দেশের নারীদের কথা সংসদে কী বলবেন! বিষ্ণুপুরের মানুষের প্রয়োজনে বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্রকে খুঁজে পাওয়া যায় না বলেও কটাক্ষ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন সভা থেকে বিজেপি সাংসদ তথা প্রার্থী এবং তৃণমূল প্রার্থী সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, ”যে নিজের সহধর্মিণীকে অপমান করে, নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয় সে কোনও দিন নারীদের উন্নয়ন করতে পারে! সে ভারতের নারীদের কথা বলতে পারে! সেকোনও দিন সমাজের পিছিয়ে পড়ে মানুষের অগ্রাধিকারের কথা সংসদে বলতে পারে!”তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনে করান, গতবার ২০১৯-এ লোকসভা নির্বাচনে আদালতে নির্দেশে বিষ্ণুপুরে ঢুকতে পারেননি সৌমিত্র। সেই সময় তাঁর হয়ে ভোট করান সুজাতা। আর যে বিধানসভা কেন্দ্র খণ্ডঘোষে সৌমিত্র প্রচার করেছিলেন, সেখানে হেরেছিল বিজেপি। এরপরেই তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ইন্ডাসে বজ্রঘাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। তখন সৌমিত্র খাঁকে খুঁজে পাওয়া যায়নি। মণিপুর এক জওয়ান নিহত হন, যাঁর বাড়ি বিষ্ণুপুরে, সেই পরিবারের পাশে দাঁড়াননি সৌমিত্র খাঁ। কোভিডের সময় কোনও বিজেপি কর্মী গিয়ে কারও বাড়িতে খোঁজ নেননি এলাকায় মানুষ কেমন আছেন, তাঁরা খেতে পাচ্ছেন কি না, সুস্থ আছেন কি না! সেই সময় পাশে দাঁড়িয়ে ছিল তৃণমূল। সেই কারণে যাদের পাশে পাওয়া যায়, সেই তৃণমূল প্রার্থী সুজাতাকে জেতানোর আহ্বন জানান অভিষেক (Abhishek Banerjee)।

এরপরই বিস্ফোরক অভিযোগ করে অভিষেক বলেন, বিজেপি নেতা নীলাদ্রিশেখর দানা ও ওন্দার বিধায়ককে পাশে নিয়ে সৌমিত্র বাঁকুড়াকে বাংলা থেকে ভাগ করার কথা বলেছিলেন। চেয়েছিলেন জঙ্গলমহলকে ভাগ করতে। বাংলা ভাগের চক্রান্তকারী, লম্পট সৌমিত্রকে একটিও ভোট নয়- বার্তা অভিষেকের।





Related articles

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...
Exit mobile version