Sunday, January 11, 2026

মোদিকে গিয়ে জিজ্ঞাসা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কী! “খেলা শুরুর আগেই শেষ করলেন” অভিষেক

Date:

Share post:

“নরেন্দ্র মোদিকে গিয়ে জিজ্ঞাসা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কী!” “তুমি যার টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নীচু করে প্রণাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রণাম করে। আর তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞাসা করছ, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম বাংলায় ১০ কোটি মানুষের দাম।“ তমলুকের রোড শো শেষে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguli) ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর (Abhishek Banerjee) কথায়, “তমলুকে আজ যা করে দিলাম তোমাদের খেলা শুরুর আগে শেষ।“
এদিন রোড শো শেষে হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, “ভাবতে লজ্জা হয় বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে, যে শুধু বাংলা বিরোধী নয়, দেশদ্রোহী।“ কারণ ব্যাখ্যা করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “গান্ধী আর নাথুরাম গডসের মধ্যে বেছে নিতে দ্বিধা করে, তাঁকে দেশদ্রোহী বলি আমি। যে তমলুকের মাটিতে পাঁচবারের সাংসদ হয়েছিলেন সর্বাধিনায়ক সতীশ সামন্ত। সেই তমলুকের মাটিতে বিজেপি একজন দেশদ্রোহীকে দাঁড় করিয়েছে।“

অশালীনভাষায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি প্রার্থী অভিজিৎ। এই নিয়ে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তাঁকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তমলুকে দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতিকে তুলোধনা করেন অভিষেক। বলেন, “তুমি যার টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নীচু করে প্রণাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞাসা করছ! এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম বাংলায় ১০ কোটি মানুষের দাম“। মমতাকে মাথা নীচু করে মোদি প্রণাম করছেন এই ছবি দেখিয়ে অভিষেক বলেন, দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম! ক্ষমতা আছে অভিজিৎবাবু! আপনার দামটা তো সবাই জানে, বিজেপির তমলুকের টিকিট। আপনার দাম তো জনসমক্ষে। আপনি লোকেদের চাকরি খেয়েছেন। যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন- বিজেপির কথায় সিপিএমের কথায়।

এরপরেই তোপ দেগে অভিষেক মন্তব্য, “নরেন্দ্র মোদিকে গিয়ে জিজ্ঞাসা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কী! দশ বছর ধরে কিনতে পারেনি। পরবর্তীকালে এরকম ভাবে নমস্কার করেছে।” অভিষেকের কথায়, উনি বলেছেন লড়াই সিপিএমের সঙ্গে। লড়াই দুনম্বরে কে থাকবে তা নিয়ে। এক নম্বরে তৃণমূল জিতেই রয়েছে।” রাম-বাম আঁতাঁত নিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,  সৌমেন্দু অধিকারীর মামলা লড়ছিলেন কে? মামলা লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য। আর এই অভিজিৎ বলেন, আমি কাজ শিখেছি বিকাশের কাছে। দুই আর তিনের বোঝাপড়া।

হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, “তমলুকেও আজ যা করে দিলাম তোমাদের খেলা শুরুর আগে শেষ। দুনম্বরের জন্য লড়াই কোরো। আমি একে ছিলাম, একে আছি, একে থাকব।“




spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...