Thursday, December 18, 2025

ডিভোর্স ছাড়াই নতুন বিয়ে! দ্বিতীয় স্ত্রীকে অত্যাচার! বারাকপুরে খেল খতম অর্জুনের

Date:

Share post:

বাহুবলী, মাফিয়া, খুনি, গুণ্ডা বিশেষণগুলি তাঁর নামের সঙ্গে দীর্ঘদিন ধরে আষ্টেপিষ্টে জড়িয়ে আছে। এবার নতুন বিপাকে বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভোটের ঠিক তিনদিন আগে অর্জুনের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য হাজির করল তৃণমূল। অর্জুনের নির্বাচনী হলফনামা প্রকাশ্যে এনে বারাকপুরে মহিলা তৃণমূল কংগ্রেস চাঞ্চল্যকর অভিযোগ করল। তথ্য-প্রমাণ হাতে নিয়ে তৃণমূলের দাবি, বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দু বিবাহ আইন লঙ্ঘন করেছেন। তিনি তাঁর প্রথম স্ত্রীকে আইনত ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এবং প্রথম স্ত্রীর সঙ্গেই এখনও সংসার করে চলেছেন। হিন্দু বিবাহ আইন অনুযায়ী যা অন্যায়। এবার এই ইস্যুতে বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হলেন মহিলা তৃণমূল কংগ্রেস।

রীতিমতো সাংবাদিক বৈঠক করে এলাকার মহিলাদের দাবি, অর্জুন সিং যে কাজ করেছেন তা যেমন আইনের চোখে অন্যায়, ঠিক একইভাবে মহিলাদের প্রতি অপমান। যে বিজেপি হিন্দুত্বের বড়াই করে, সেই বিজেপি প্রার্থী হিন্দু বিবাহ আইন লঙ্ঘন করছে। যে বিজেপি রামের কথা বলে, সেই বিজেপি মহিলাদের অপমান করছে। যা বারাকপুরের মহিলারা কোনওভাবে মেনে নেবেন না।

সাংবাদিক বৈঠক থেকে অর্জুনের নির্বাচনী হলফনামা সামনে এনে দাবি করা হয়, অর্জুন সিংয়ের প্রথম স্ত্রী ঊষা সিং। তাঁদের ছেলের নাম পবন সিং। ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন অর্জুন। কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে এখনও সংসার করছেন। আবার প্রথম পক্ষের ছেলে পবন সিং বিজেপির বিধায়ক। তৃণমূল বলছে, “বাবা অন্যায়ভাবে দুটি বিয়ে করেছে, বিধায়ক ছেলেরও লজ্জা হওয়া উচিত।”

নির্বাচনী হলফনামায় অর্জুন সিং দেখিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম শ্রাবন্তী সিং। তাঁদের ছেলের নাম অভিরূপ সিং। ২০১৫ সালে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করার বিষয়টি ২০১৯ সালের নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি বলেও অভিযোগ করেছে তৃণমূল। এবার ধরা পড়ে যাওয়ার ভয়ে হলফনামায় তা উল্লেখ করেছেন অর্জুন।

তৃণমূলের দাবি, অন্যায়ভাবে দ্বিতীয় বিয়ে করার পর দ্বিতীয় স্ত্রীকে অত্যাচারও করেন অর্জুন। দ্বিতীয় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। যদিও দ্বিতীয় পক্ষের ছেলেকে স্বীকৃতি দিয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী। সেই জায়গা থেকে তৃণমূলের প্রশ্ন, “অর্জুন আইন বিরুদ্ধ ভাবে দ্বিতীয় বিয়ে করেছেন, কিন্তু বিয়ে করা স্ত্রীকে সম্মান দিতে পারেন নি, তখন বারাকপুরের মহিলাদের কীভাবে সম্মান দেবেন? অন্যদিকে, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভাণ্ডার দিয়ে সারা বাংলার মেয়েদের সম্মান দিচ্ছেন। তাই বারাকপুরে মানুষদের কাছে আবেদন, অর্জুন সিংয়ের মতো লোককে ভোট দিলে মহিলাদের আর সম্মান থাকবে না।”

তৃণমূলের মহিলারা মনে করছেন, এই ঘটনা প্রকাশ্যে আসার পর অর্জুন সিংয়ের মনোনয়ন বাতিল হওয়া উচিত। দ্বিতীয় স্ত্রী জানিয়েছেন, তাঁদের ছেলে অভিরূপকে অর্জুন সিং মেনে নিলেও তাঁকে মানতে চাইছেন না বারাকপুরের বিজেপি প্রার্থী। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবে তৃণমূল।


 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...