Saturday, May 3, 2025

দেব আশ্বাস দিয়েছিলেন, পাঁচদিনের মধ্যে চাকরির জন্য দেওয়া টাকা ফেরত পেলেন অভিযোগকারী

Date:

আশা কর্মীর চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটালে। সাংসদ দেবের আপ্ত সহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত ১ লক্ষ ৮০ হাজার টাকা ফিরে পেলেন অভিযোগকারী গঙ্গেশ সাঁতরা । যদিও ওই পরিবারের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিয়েছেন রামপদ মান্না।

দিন কয়েক আগে দেবের আপ্ত সহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল চাকরি পাইয়ে দেওয়ার নামে । সেই ঘটনায় ভোটের আগে তোলপাড় হয়েছিল ঘাটাল । গঙ্গেশ সাঁতরা নামে ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন, মেয়ের আশা কর্মীর চাকরি হবে বলে ঘাটালের সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে এজেন্ট মারফত ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়েছিলেন তিনি ।

গঙ্গেশের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলিবাজার এলাকায় । তাঁর অভিযোগ ছিল, চাকরি তো হয়নি উলটে টাকা ফেরত চাইলে তা আজ দেবো কাল দেবো করে প্রায় বছর ধরে ঘুরিয়েছেন রামপদ । বরং প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২৪ এ সাংসদ হওয়ার পর দেবের অনুমতি নিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন ।

এরপর তাঁরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে যান ৷ কিন্তু অভিযোগ না নেওয়ায় শেষ পর্যন্ত তাঁরা তাদের সমস্ত অভিযোগ নিয়ে ই-মেল মারফত পুলিশ সুপারকে জানান । সেই খবর প্রকাশ্য আসতেই শোরগোল পড়ে যায় ঘাটাল জুড়ে । যদিও সেই ঘটনায় ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব প্রকাশ্যে জানিয়েছিলেন, ঘটনার তদন্ত হবে এবং যে দোষী হবে সে শাস্তি পাবে । ওই ঘটনার পাঁচ দিনের মাথায় টাকা ফিরে পেল সাঁতরা পরিবার ।

যদিও এই ঘটনায় দেবের প্রতিনিধি রামপদ মান্না বলেন, ‘‘এই ঘটনা সম্পর্কে সেদিনও আমি বলেছি আমি কিছুই জানি না ৷ আজও বলছি আমি কিছুই জানি না । ওই ব্যক্তি কেন আমার নামে অভিযোগ করছেন ? তাঁকে আমি চিনিও না ।’’
 

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version