Saturday, November 15, 2025

বুকে মীণাক্ষির ট্যাটু! সুজিত বসুর সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

Date:

মীণাক্ষি মুখোপাধ্যায়কে (Minakkhi Mukharjee) মুখ করে এখন এগোতে চাইছে আলিমুদ্দিন। লোকসভা নির্বাচনে প্রার্থী না করে, বিমান বসুর (Biman Basu) ‘ক্যাপটেন’কে সারারাজ্যে প্রচারের কাজে লাগাচ্ছে সিপিআইএম। আর মীণাক্ষির অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়। তবে, সব সীমা পার করলেন সুজিত বসু। বুধবার হুগলি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে চুঁচুড়ার ডি আই মাঠে সভা করেন মীণাক্ষি মুখোপাধ্যায় Minakkhi Mukharjee)। আর এই সভাতেই দেখা গেল বামপন্থী সুজিত বসুকে (Sujit Basu)। হাতে লাল ঝাণ্ডা, খালি গা আর বুকের বাঁদিকে মীণাক্ষির ট্যাটু। তথাকথিত বঙ্গীয় বাম সংস্কৃতির ক্ষেত্রে যা যথেষ্টই বেমানান।

লোকসভা ভোটের শেষের দিকের দফার ভোট গ্রহণের প্রচার চলছে। সংখ্যাতত্বের নিরিখে পিছিয়ে থাকলেও মিছিল-মিটিং সমান তাল চালাচ্ছে CPIM। আর এরকমই এক সভায় মীণাক্ষি মুখোপাধ্যায়ের উপস্থিতি বাড়তি অক্সিজেন জোগাচ্ছে। আর সেটা এই পর্যায়ে পৌঁছেছে, যে বুকে প্রিয় নেত্রী ট্যাটু করিয়ে ফেলেছেন যুবক। চে গোয়েভারা বা ফিদেল কাস্ত্রোর ট্যাটু করতে হামেশাই দেখা যায় বিদেশে। কিংবদন্তি ফুটবলার মারাদোনার হাতে পায়েও ছিল, তাঁর প্রিয় নেতা চে আর কাস্ত্রোর ট্যাটু। তবে, এখানে সেই কালচার নেই বললেই চলে। সুজিতের বক্তব্য, “মীণাক্ষি এই মুহূর্তে গোটা দলকে উজ্জীবিত করে রেখেছেন। উনিই এখন বাম কর্মী-সমর্থকদের ক্যাপ্টেন। যেভাবে গোটা দলকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তার প্রতি কুর্নিশ জানিয়েই এই উল্কি করিয়েছেন”।

আর ভক্তের আবেগ দেখে কী বলছেন মীণাক্ষি? তাঁর মতে, “কোনও কোন কর্মীর এক একজন নেতাকে খুব পছন্দ হয়। এইগুলির পেছনে আদর্শ, নীতি কাজ করে। কিন্তু এই কালচার যাতে নেগেটিভ দিকে না গড়িয়ে যায় সেই দিকও দেখতে হবে”। একই সাথে মীনাক্ষী ধন্যবাদ দেন বাম কর্মী-সমর্থকদের একসাথে আদর্শ নিয়ে লড়াবার জন্য।

আরও পড়ুন- অসমাপ্ত প্রেমে প্রাক্তনের প্রতিহিংসা! ‘অযোগ্য’ ট্রেলারে প্রশ্নের মুখে সম্পর্কের রসায়ন

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version