Thursday, August 21, 2025

স্বাতী মালিওয়াল লাঞ্ছনা: প্রথম ভিডিও-তে সাংসদের অশ্রাব্য গালিগালাজ!

Date:

দিল্লির আপ সাংসদ স্বাতী মালিওয়ালের লাঞ্ছনার ঘটনায় প্রথম ভিডিও প্রকাশ্যে এল। ইতিমধ্যেই তিনি দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন যেখানে চড় মারা এমনকি পেটে লাথি মারার মতো মারাত্মক অভিযোগ এনেছেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক বিভব কুমারের বিরুদ্ধে। তার পরেই ঘটনার দিনের একটি ভিডিও প্রকাশ্যে আসার পরে দেখা যাচ্ছে তিনি অশ্রাব্য ভাষার গালিগালাজ করছেন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীদের। যেখানে উল্টোদিকে কর্মীরা তাঁকে সবিনয়ে অনুরোধ করছেন।

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনে খানিকটা স্বস্তি পেয়েছিল আপ। কিন্তু কেজরির বাড়িতে তাঁর আপ্তসহায়কের হাতে আপ সাংসদ স্বাতী মালিওয়ালের লাঞ্ছনার অভিযোগ ঘিরে ফের বেকায়দায় আপ। বৃহস্পতিবার রাতে দিল্লি পুলিশের কাছে দায়ের করা অভিযোগে স্বাতী লিখেছেন কেজরির আপ্ত সহায়ক বিভব কুমার তাঁকে প্রথমে মৌখিক অপমান করেন। এরপর বিনা প্ররোচনায় সাত থেকে আটবার চড় মারেন। বুকে পেটে ও গোপণাঙ্গে আঘাত করতে থাকেন। তিনি নিজের অসুস্থতার কথা বললেও তাঁকে ছাড় দেওয়া হয় না। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। শেষে আত্মরক্ষায় তিনি বিভবকে পা দিয়ে দূরে সরিয়ে দেন। এরপর বিভব তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করেন। এবং তাঁর বুকে, পেটে ও পেলভিসে লাথি মারেন বিভব।

অভিযোগে তিনি আরও দাবি করেন, এই ঘটনার পর তিনি ১১২ ডায়াল করে পুলিশের সাহায্য চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁর কথা শোনেনি। তাঁকে বেরিয়ে যাওয়ার জন্য চাপ দেয়। এমনকি পুলিশ আসারও অপেক্ষা করে না তারা।

বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করার পরই শুক্রবার সকালে ভাইরাল হয় কেজরিওয়ালের বাড়ির ভিতরের ঘটনার সকালের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সোফায় বসে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে হাত জোড় করে অনুরোধ করার পরেও তিনি বাইরে যেতে চাইছেন না। উপরন্তু সেখানে বসেই তিনি ১১২ ডায়াল করেন। এরপর অশ্রাব্য ভাষায় গালাগালি করেন স্বাতী। নিরাপত্তারক্ষীরা তাঁকে এমন কথা বলতে নিষেধ করলেও তিনি তাঁদের কথায় কর্ণপাত করেন না। অন্যদিকে আপ সাংসদের অনুরোধে এই ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে জাতীয় মহিলা কমিশন, জানান কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version