Friday, December 19, 2025

রাজভবনে ‘জোর করে’ আটকে রাখায় অভিযুক্ত ৩ কর্মীকে হেয়ার স্ট্রিট থানায় তলব

Date:

Share post:

রাজভবনে অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ কাণ্ডে অভিযোগকারিণীকে জোর করে আটকে রাখার অভিযোগে থানায় তলব ৩ কর্মীকে। এবার আরও চাপে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। অভিযোগকারিণীকে জোর করে আটকে রাখার অভিযোগে ওই ৩ কর্মীর বিরুদ্ধে ১৬৬ ও ৩৪১ ধারায় শুক্রবার, হেয়ার স্ট্রিট (Hare Street) থানায় অভিযোগ দায়ের হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

তরুণীর অভিযোগ, ঘটনার দিন তাঁকে ঘরে ডাকার পর, সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গেল তাঁকে বের করে তরুণীর শ্লীলতাহানি করেন আনন্দ বোস (CV Ananda Bose)। কনফারেন্স রুম থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে নীচে নেমে আসেন তিনি। কনফারেন্স রুম, রাজ্যপালের অফিস, এডিসির অফিস পেরিয়ে যাওয়ার সময়েই রাজ্যপাল ফোন করে মহিলাকে আটকাতে নির্দেশ দেন বলে অভিযোগ। তার পর রাজ্যপালের ওএসডি সন্দীপ সিং রাজপুত, কুসুম ছেত্রী ও সন্ত লাল তাঁকে জোর করে টানতে টানতে অফিসে নিয়ে যান। তরুণী চিৎকার করে প্রতিবাদ করেন। কিন্তু অভিযোগ, তাঁকে ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়, মোবাইল কেড়ে নেওয়া হয়। এসব কথা প্রকাশ করা যাবে না বলে হুমকিও দেওয়া হয়। কোনক্রমে ওই ঘর থেকে বেরিয়ে নীচে নেমে আসেন অভিযোগকারিণী। নিজেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ৩ কর্মীকে ৪১-এ নোটিশ (Notice) পাঠিয়ে তলব করা হয়েছে। রবিবার হেয়ার স্ট্রিট থানায় তাঁদের ডেকে পাঠানো হয়েছে। ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ, ২ মে রাজভবনের কনফারেন্স রুমে ঘটনার পর রাজ্যপালের নির্দেশে সন্দীপ সিং রাজপুত-সহ বাকি দুজন অভিযোগকারিণীর ফোন ও ব্যাগ কেড়ে নেন। পুলিশের কাছে মুখ না খোলার জন্য ওই তরুণীকে দেওয়া হয় হুমকি ও মারধরও করা হয়।

অভিযোগ দায়ের করার সময় অভিযোগকারিণী পুলিশকে এসব কথা জানিয়েছিলেন বলে লালবাজার সূত্রের খবর। শুক্রবার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন অভিযোগকারিণী। এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, রাজভবনের কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর অভিযোগ। রাজ্যপাল নিজের সাংবিধানিক রক্ষাকবচকে কাজে লাগিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিয়েছেন। কিন্তু রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে। অভিযুক্তদের তদন্তে সহযোগিতা করা উচিত।






spot_img

Related articles

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...