লোকসভা ভোটের (Loksabha Election) আবহে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন! দুর্ঘটনার জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। সূত্রের খবর, শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার (Hariyana ) নুহ জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে খবর। তাঁদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। কিন্তু নুহেরের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আচমকা আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ঝলসে পুড়ে মৃত্যু হয় ৯ জনের। বিষয়টি নজরে আসতেই স্থানীয়েরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে।