Friday, August 22, 2025

উলুবেড়িয়ায় বিএসএফ জওয়ানের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, মামলা দায়ের

Date:

লোকসভা নির্বাচনের মরশুমে বাংলায় এখন কেন্দ্রীয় বাহিনী রয়েছে। রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল। নির্বাচনের ডিউটি করতে এসে বাংলার মেয়েদের উপর কুস্পর্শ নামিয়ে আনার অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই ঘটনা এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন রাজ্যে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁর সরকারের বিএসএফ জওয়ানের এমন কাজ বিতর্কের সৃষ্টি করেছে।ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনে যুবতী কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। তারপর বাংলার এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এবার অভিযোগ, অভিযুক্ত জওয়ান এক যুবতীকে জোর করে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন। আতঙ্কে ওই যুবতী চিৎকার করলে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। হাতেনাতে ওই বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন। আজ, রবিবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার কুলগাছিয়াতে।

সরাসরি মহিলাদের ওপর এমন আক্রমণ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। নির্যাতিতা ওই যুবতীর অভিযোগ, আজ সকাল ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। রাস্তা তখন প্রায় ফাঁকাই ছিল। এমন সময়ে উর্দিধারী এক বিএসএফ জওয়ান তাঁকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করেন। এমনকী তাতে সাড়া না দিলে কুপ্রস্তাব দেন। তখনই এই কুপ্রস্তাবের প্রতিবাদ করেন ওই যুবতী। আর প্রতিবাদ করতেই হঠাৎ ওই মহিলাকে জড়িয়ে ধরেন বিএসএফ জওয়ান। আর তাঁকে জোর করে ধরে চুমু খান। এই ঘটনার সঙ্গে সঙ্গে চিৎকার করলে এলাকার বাসিন্দারা ধরে ফেলেন অভিযুক্তকে। সেই সময় অন্য জওয়ান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উলুবেড়িয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ যোগিন্দার পাল নামে ওই বিএসএফ জওয়ানকে থানায় নিয়ে যায়। ওই মহিলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলে গোটা ঘটনার তদন্ত শুরু করে উলুবেড়িয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা এবং হুমকি বিভিন্ন ধারায় পুলিশ মামলা শুরু করেছে।

 

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version