Wednesday, November 5, 2025

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশ আফগানিস্তান (Afganistan)। মধ্য আফগানিস্তানে প্রায় ২০০০ বাড়ি বন্যায় ভেসে গিয়েছে। সেই সঙ্গে প্রায় ৪০০০ বাড়ি অনেকাংশে ক্ষতিগ্রস্ত বলে দাবি দেশের বিপর্যয় মোকাবিলা দফতরের। সবথেকে ক্ষতিগ্রস্ত দেশের চাষের জমি। বেশির ভাগ চাষের জমিই কাদায় ঢাকা পড়ে গিয়েছে। বহু এলাকার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন। আটকে পড়া বাসিন্দাদের জন্য ত্রাণ বিলির কাজ শুরু করেও যোগাযোগ সমস্যার জন্য বাধার মুখে ইউনাইটেড নেশন্স (United Nations)।

কয়েক সপ্তাহ আগেই হড়পা বানে (flash flood) প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয় উত্তর আফগানিস্তানে। এরপরই মধ্য আফগানিস্তানে বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন। সরকারি সূত্রে দাবি অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বন্যায়। যদিও ঘর (Ghor) প্রদেশের সঙ্গে অন্যান্য একাধিক প্রদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সঠিক তথ্য পাওয়াও সম্ভব হচ্ছে না। ভেসে গিয়েছে প্রায় দু হাজার দোকানপাট। গোটা এলাকায় খাদ্য ও সবথেকে বেশি পানীয়ের জন্য হাহাকার শুরু হয়েছে। অন্যদিকে যে দেশের ৮০ শতাংশ মানুষ চাষবাসের উপর নির্ভরশীল, সেখানে চাষের জমি বন্যার কাদায় ঢাকা পড়ে যাওয়ায় খাদ্যসংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

এমনিতেই আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে ইউএন (UN)-এর হাই অ্যালার্টে থাকা দেশ। নিয়মিতভাবে সেখানে ত্রাণ সরবরাহ করে ইউএন। এই বন্যায় শুরু হয়েছে ত্রাণ সরবরাহের কাজ। বঘলান (Baghlan) প্রদেশ এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। সেই সঙ্গে আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version