Thursday, August 21, 2025

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশ আফগানিস্তান (Afganistan)। মধ্য আফগানিস্তানে প্রায় ২০০০ বাড়ি বন্যায় ভেসে গিয়েছে। সেই সঙ্গে প্রায় ৪০০০ বাড়ি অনেকাংশে ক্ষতিগ্রস্ত বলে দাবি দেশের বিপর্যয় মোকাবিলা দফতরের। সবথেকে ক্ষতিগ্রস্ত দেশের চাষের জমি। বেশির ভাগ চাষের জমিই কাদায় ঢাকা পড়ে গিয়েছে। বহু এলাকার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন। আটকে পড়া বাসিন্দাদের জন্য ত্রাণ বিলির কাজ শুরু করেও যোগাযোগ সমস্যার জন্য বাধার মুখে ইউনাইটেড নেশন্স (United Nations)।

কয়েক সপ্তাহ আগেই হড়পা বানে (flash flood) প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয় উত্তর আফগানিস্তানে। এরপরই মধ্য আফগানিস্তানে বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন। সরকারি সূত্রে দাবি অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বন্যায়। যদিও ঘর (Ghor) প্রদেশের সঙ্গে অন্যান্য একাধিক প্রদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সঠিক তথ্য পাওয়াও সম্ভব হচ্ছে না। ভেসে গিয়েছে প্রায় দু হাজার দোকানপাট। গোটা এলাকায় খাদ্য ও সবথেকে বেশি পানীয়ের জন্য হাহাকার শুরু হয়েছে। অন্যদিকে যে দেশের ৮০ শতাংশ মানুষ চাষবাসের উপর নির্ভরশীল, সেখানে চাষের জমি বন্যার কাদায় ঢাকা পড়ে যাওয়ায় খাদ্যসংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

এমনিতেই আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে ইউএন (UN)-এর হাই অ্যালার্টে থাকা দেশ। নিয়মিতভাবে সেখানে ত্রাণ সরবরাহ করে ইউএন। এই বন্যায় শুরু হয়েছে ত্রাণ সরবরাহের কাজ। বঘলান (Baghlan) প্রদেশ এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। সেই সঙ্গে আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version