Tuesday, August 26, 2025

বছর ঘুরলেও অশান্তি থামার যেন কোনও লক্ষণই নেই মণিপুরে (Manipur)। লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ফের রক্তাক্ত হয়ে উঠল উত্তর পূর্বের এই রাজ্য। শনিবার মণিপুরের রাজধানী ইম্ফলের (Imphal) এক আবাসনের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হামলায় প্রাণ হারান ঝাড়খণ্ডের (Jharkhand) এক বাসিন্দা। গুরুতর আহত হন আরও দু’জন।

পুলিশ সূত্রে খবর, এদিন রাত ৮টায় ইম্ফলের নওরেমথং এলাকার এক আবাসনের সামনে হামলার ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শ্রী রাম হাঁসদা (৪১)। ওই আবাসনেই ভাড়া থাকতেন রাম। পাশাপাশি গুলি লেগে ওই আবাসনের আরও দু’জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। আহতদের দ্রুত উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

তবে কে বা কারা রামের উপর হামলা চালাল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত আক্রোশের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গত বছরের ৩ মে থেকে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। দফায় দফায় চলা এই হিংসার ঘটনায় নিহতের সংখ্যা ২৫০ ছুঁয়েছে। ঘরছাড়া এখনও প্রায় ৭০ হাজার মানুষ।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version