Wednesday, August 20, 2025

চলতি লোকসভা নির্বাচনে (Loksabha Election) দিল্লিতে (Delhi) নিজের বাড়িতে বসেই ভোটাধিকার প্রয়োগ করলেন বর্ষীয়ান রাজনীতিকরা। শনিবার ভোট দেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং (Manmohan Singh), প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, প্রাক্তন উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড. মুরলি মনোহর যোশী-সহ বিশিষ্টরা। এরপরই ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভোটদানের কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে সবচেয়ে নজর কেড়েছেন মনমোহন সিং। তাঁর ভোটদানের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ভোট দিয়ে নিজের আঙুলের কালী দেখাচ্ছেন তিনি। তবে সেই ছবি দেখে দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রীকে চেনা রীতিমতো দুষ্কর। ছবি দেখে একেবারেই চেনা যাচ্ছে না মনমোহনকে। বয়সের ভারে তিনি যে ধীরে ধীরে অসুস্থ ও দুর্বল হয়ে পড়ছেন তা স্পষ্ট।

৯২ বছর বয়সী মনমোহন সিংকে যেন বার্ধক্য গ্রাস করেছে। আর সেকারণেই বয়সের ভার তাঁর চোখেমুখে স্পষ্ট। নুয়ে পড়ছেন। তবুও নিজের ভোটাধিকারটি প্রয়োগ করেছেন তিনি। এদিকে ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সরব নেটাগরিকরা। এক ব্যক্তি লিখেছেন, ৯২ বছর বয়সেও নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন মনমোহন। তাঁকে দেখে তরুণদের অনুপ্রাণিত হওয়া উচিত। উল্লেখ্য, চলতি বছরেই ৮৫ বছরের উপরে এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা বাড়িতে বসেই ভোটদান করতে পারছেন। বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া। আগামী ২৫ মে দিল্লিতে ভোট। ২৪ মে শুক্রবার পর্যন্ত বাড়িতে বসে বিশেষভাবে সক্ষম, বয়স্করা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার পর্যন্ত দিল্লিতে ২৯৫৬ জন ভোটার বাড়ি বসে ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিম দিল্লিতে সবথেকে বেশি এই ধরনের ভোট পড়েছে। সেখানে সব মিলিয়ে হোম ভোট পড়েছে ৩৪৮টি। তার মধ্য়ে ২৯৯টি হল বয়স্ক মানুষদের। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে ১৭ মে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ডাঃ মুরলি মনোহর যোশী তাঁদের বাড়ি থেকে এই ভোট প্রক্রিয়ায় অংশ নেন।

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version