Saturday, July 5, 2025

এজেন্টই পাচ্ছে না বিজেপি, অর্জুনকে ‘গো ব্যাক’ স্লোগান! ফুরফুরে মেজাজে ঘুরছেন পার্থ

Date:

আজ, সোমবার সকাল থেকেই গোটা দেশের পাশাপাশি রাজ্যের ৭টি আসনে চলতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রেগুলির মধ্যে অন্যতম নজরকাড়া আসন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর। এবার এখানে যুযুধান দুই দল বিজেপি ও তৃণমূলের মধ্যে প্রেস্টিজ ফাইট। বিজেপি প্রার্থী একাধিকবার দলবদলু বাহুবলী অর্জুন সিং, অন্যদিকে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন সকাল সকাল দুই প্রার্থী মন্দিরে পুজো দিয়ে নিজেদের ভোট দেন। এরপর এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন।

ভোটের দিন সকালে নৈহাটি বড় মা কালী মন্দিরে পুজো দিতে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সকাল থেকে হালকা মেজাজেই রয়েছেন তিনি। সকাল থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই চলছে বলে জানান তিনি। অন্যদিকে, বিভিন্ন জায়গায় গিয়ে মেজাজ হারান অর্জুন। তাঁকে ঘিরে “গো ব্যাক” স্লোগান দেন অনেকে।

অর্জুনের অভিযোগ, আমডাঙার বেশ কয়েকটি বুথে তৃণমূল বিজেপির এজেন্টদের বসতে দেয়নি। অর্জুনের এমন অভিযোগ শুনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, “অর্জুনের সঙ্গে লোক নেই। তৃণমূল কোথাও কাউকে বাধা দিচ্ছে না। আসলে বিজেপি এজেন্ট খুঁজে পাচ্ছে না। আমার কাছে কাল রাতেও ফোন এসেছিল। শুনেছি, অনেককে টাকা অফার করছে এজেন্ট হওয়ার জন্য। তাতেও রাজি হচ্ছে না। আমি কি করবো?’ পার্থ জানান, ব্যারাকপুরের মানুষ আর ‘গুন্ডারাজ’ চাইছেন না, তাঁরা শান্তির পক্ষে রয়েছেন, সেই মতোই এবার নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি।

অন্যদিকে, বীজপুরে অর্জুন সিংকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দেন একদল যুবক। বিজেপি প্রার্থী গাড়ি থেকে নেমে তাঁদের দিকে তেড়ে যান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনওক্রমে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলা দিয়ে ঘটনাস্থল থেকে অর্জুনকে নিয়ে চলে যান।

আরও পড়ুন- সত্যি হল আশঙ্কা! চপার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্ট রইসির, প্রাণ হারালেন বিদেশমন্ত্রীও

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version