Tuesday, August 26, 2025

একেই বোধহয় বলে “পাকা ধানে মই দেওয়া”। মাঠ ভর্তি ফসল, আর সেই ফসল নষ্ট করে হচ্ছে দিল্লির নেতাদের ভাষণবাজি! তীব্র ক্ষোভ বিষ্ণুপুরের (Bishnupur) কৃষকদের। কেন্দ্রের কৃষক (Farmer) বিরোধী নীতি, সারের ভর্তুকি না দেওয়া, ন্যূনতম সহায়ক মূল্য না বাড়ানো- এই সবের সঙ্গে এবার যোগ হয়েছে দিল্লির বিজেপি (BJP) ডেইলি প্যাসেঞ্জার নেতাদের সভা আর তার জেরে কৃষকদের ফসল নষ্ট। আর এবার অভিযোগ উঠেছে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

বিষ্ণুপুরে সভা করতে এসেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেই সভার জন্য মাঠে ফসল উপড়ে ফেলে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। যার জেরে নষ্ট হয়েছে- আলু, তিল, বাদাম, কচু, কিছু ধানও। এর জেরে বেজায় ক্ষুব্ধ বিষ্ণুপুরের চাষীরা। তাঁদের দাবি, ক্ষতিপূরণ দিতে হবে। ফসলের ক্ষতিপূরণ না দিলে তাঁরা হেস্তনেস্তো করে ছাড়বেন।

সরাসরি তাঁরা তোপ দেগেছেন সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, জেতার পর থেকে কোনও দিন এলাকার মানুষদের খোঁজ নিতে আসেননি বিজেপি সাংসদ। অথচ এবার তাঁর প্রচার সভা করতে এসেই ক্ষেতের ফসল নষ্ট করেছেন মোদি। তীব্র আক্রমণ করে স্থানীয়রা জানিয়েছেন, এটা তাঁদের পেটে লাথি। কোনও টাকা তাঁরা পাননি। কেন্দ্র থেকে পাননি কোন প্রকল্পের অনুদান। এমনকী এই সভা করার আগে যাঁদের জমি তাঁদের থেকে অনুমতি পর্যন্ত হয়নি বলে বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় মানুষ।

বিষ্ণুপুরে কৃষকদের ক্ষোভের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। লিখেছে, “প্রধানমন্ত্রী মোদির সভার জন্য নির্দ্বিধায় ফসল নষ্ট করেছে বিজেপি।” সৌমিত্র খাঁ মানুষের কোন খোঁজখবর নেননি। গত পাঁচ বছরে সাংসদের মুখও দেখেননি স্থানীয়রা। তার উপর মোদির সভার জন্য ফসল নষ্ট। এরপরেও গেরুয়া শিবির বিষ্ণুপুর থেকে ভোট আশা করে কী করে- প্রশ্ন রাজনৈতিক মহলের।

গত বুধবার আরামবাগের সভা থেকেও ফসল নষ্ট করে পুরশুড়ায় মোদির সভার প্রসঙ্গ তুলে তোপ দেগেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি বলেন, “বিজেপি কৃষক বিরোধী। কালা কৃষি আইন এনে ৭০০ কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছিল। এবার সরাসরি কৃষকের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী সভা করেছেন এই আরামবাগের মাটিতে।”

আরও পড়ুন- সীমান্তে পাচারের অভিযোগে ধৃত সিপিএম নেতা, বাজেয়াপ্ত বিদেশি মুদ্রা সহ লক্ষ লক্ষ টাকা

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version