Friday, November 28, 2025

৫ বছরে কোনও কাজ করেননি, এখন জুতো পরিষ্কার করছেন! বাঁকুড়ায় বিজেপি প্রার্থীকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

“পাঁচ বছরে পাঁচ সপ্তাহও সুভাষ সরকার এই লোকসভা কেন্দ্রকে দেননি। এখন ভোট এসেছে তাই আপনাদের জুতো পরিষ্কার করছে, সাবান মাখিয়ে দিচ্ছে। আমি মায়েদের বলব, এদের দিয়ে শৌচালয়ও পরিষ্কার করিয়ে নেবেন।“ মঙ্গলবার, বাঁকুড়ায় বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারকে (Subhash Sarkar) এই ভাষাতেই খোঁচা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন, দলীয়প্রার্থী অরূপ চক্রবর্তীর (Arup Chakraborty) সমর্থনে প্রচার সভা থেকে বিজেপি (BJP) প্রার্থীকে তুলোধনা করেন অভিষেক।

অভিষেকের Abhishek Banerjee) কথায়, “আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে সুভাষ সরকার ১০ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমি ১৩ বছরের মা-মাটি-মানুষ সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসব। দেখাব, ১০ বছরে মোদি সরকার বাঁকুড়ার মানুষের জন্য কী করেছে, আর আমরা এখানে প্রত্যাশিত ফল না পাওয়ার পরেও কী করেছি।“

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের গত বছর জিতেছিল বিজেপি। কিন্তু গেরুয়া শিবিরকে নির্বাচিত করা যে বাঁকুড়ার মানুষের ভুল ছিল, সেটা তাঁকে জানিয়েছিলেন তাঁরা- দাবি অভিষেকের। তিনি বলেন, “২০১৯ সালে এক বুক আশা, ভরসায়, মোদিজির কথায় বিশ্বাস করে এই বাঁকুড়া থেকে সুভাষ সরকারকে জিতিয়ে সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন। নবজোয়ারে অনেকে বলেছে ভুল করে বিজেপিকে ভোট দিয়েছি। পাঁচ বছরে পাঁচ সপ্তাহ সময়ও এখানকার প্রতিনিধি আপনাদের দেননি।“

বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “এখন ভোট এসেছে তাই আপনাদের জুতো পরিষ্কার করছে, সাবান মাখিয়ে দিচ্ছে। আমি মায়েদের বলব, এদের দিয়ে শৌচালয়ও পরিষ্কার করিয়ে নেবেন।“

কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য পায়নি বাংলার মানুষ। সেই কথা মনে করিয়ে অভিষেক বলেন,  “কেউ যদি বলেন, বিজেপি আবাসের টাকা দিয়েছে, তাঁকে বেঁধে রাখবেন। মারবেন না। আমাকে ফোন করবেন। আমি রিপোর্ট কার্ড দিয়ে প্রতিনিধি পাঠাব। বলে দিয়ে গেলাম। দশ পয়সাও আবাসের জন্য দেয়নি মোদি সরকার।“ তোপ দেগে অভিষেক বলেন, “প্রায় সাড়ে তিন লক্ষ প্রকৃত প্রাপক ১০০ দিনের কাজের টাকা পাননি তিন বছর ধরে। সুভাষ সরকার এবং বিজেপি বিধায়কেরাই দিল্লিতে ষড়যন্ত্র করে মানুষের টাকা বন্ধ করেছেন।“

অভিষেকের কথায়, কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ পুরুলিয়ায় ভোটগ্রহণের দিন থেকে মাত্র ১০ দিন। ৪ তারিখ দেশে পরিবর্তন হবেই। এরপর অরূপ চক্রবর্তীর বিজয় মিছিল করতে তিনি আবার বাঁকুড়ায় আসবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।






spot_img

Related articles

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...

জুটিতে লুটি! রাঁচিতে রিইউনিয়নের মধ্যেই ধোনি-কোহলির সফর

টেস্ট ক্রিকেটের ভয়াবহ ব্যর্থতার পর রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। রাঁচিতে এই ম্যাচ ঘিরে উন্মাদনা...

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...