Thursday, August 21, 2025

৫ বছরে কোনও কাজ করেননি, এখন জুতো পরিষ্কার করছেন! বাঁকুড়ায় বিজেপি প্রার্থীকে তুলোধনা অভিষেকের

Date:

“পাঁচ বছরে পাঁচ সপ্তাহও সুভাষ সরকার এই লোকসভা কেন্দ্রকে দেননি। এখন ভোট এসেছে তাই আপনাদের জুতো পরিষ্কার করছে, সাবান মাখিয়ে দিচ্ছে। আমি মায়েদের বলব, এদের দিয়ে শৌচালয়ও পরিষ্কার করিয়ে নেবেন।“ মঙ্গলবার, বাঁকুড়ায় বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারকে (Subhash Sarkar) এই ভাষাতেই খোঁচা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন, দলীয়প্রার্থী অরূপ চক্রবর্তীর (Arup Chakraborty) সমর্থনে প্রচার সভা থেকে বিজেপি (BJP) প্রার্থীকে তুলোধনা করেন অভিষেক।

অভিষেকের Abhishek Banerjee) কথায়, “আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে সুভাষ সরকার ১০ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমি ১৩ বছরের মা-মাটি-মানুষ সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসব। দেখাব, ১০ বছরে মোদি সরকার বাঁকুড়ার মানুষের জন্য কী করেছে, আর আমরা এখানে প্রত্যাশিত ফল না পাওয়ার পরেও কী করেছি।“

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের গত বছর জিতেছিল বিজেপি। কিন্তু গেরুয়া শিবিরকে নির্বাচিত করা যে বাঁকুড়ার মানুষের ভুল ছিল, সেটা তাঁকে জানিয়েছিলেন তাঁরা- দাবি অভিষেকের। তিনি বলেন, “২০১৯ সালে এক বুক আশা, ভরসায়, মোদিজির কথায় বিশ্বাস করে এই বাঁকুড়া থেকে সুভাষ সরকারকে জিতিয়ে সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন। নবজোয়ারে অনেকে বলেছে ভুল করে বিজেপিকে ভোট দিয়েছি। পাঁচ বছরে পাঁচ সপ্তাহ সময়ও এখানকার প্রতিনিধি আপনাদের দেননি।“

বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “এখন ভোট এসেছে তাই আপনাদের জুতো পরিষ্কার করছে, সাবান মাখিয়ে দিচ্ছে। আমি মায়েদের বলব, এদের দিয়ে শৌচালয়ও পরিষ্কার করিয়ে নেবেন।“

কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য পায়নি বাংলার মানুষ। সেই কথা মনে করিয়ে অভিষেক বলেন,  “কেউ যদি বলেন, বিজেপি আবাসের টাকা দিয়েছে, তাঁকে বেঁধে রাখবেন। মারবেন না। আমাকে ফোন করবেন। আমি রিপোর্ট কার্ড দিয়ে প্রতিনিধি পাঠাব। বলে দিয়ে গেলাম। দশ পয়সাও আবাসের জন্য দেয়নি মোদি সরকার।“ তোপ দেগে অভিষেক বলেন, “প্রায় সাড়ে তিন লক্ষ প্রকৃত প্রাপক ১০০ দিনের কাজের টাকা পাননি তিন বছর ধরে। সুভাষ সরকার এবং বিজেপি বিধায়কেরাই দিল্লিতে ষড়যন্ত্র করে মানুষের টাকা বন্ধ করেছেন।“

অভিষেকের কথায়, কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ পুরুলিয়ায় ভোটগ্রহণের দিন থেকে মাত্র ১০ দিন। ৪ তারিখ দেশে পরিবর্তন হবেই। এরপর অরূপ চক্রবর্তীর বিজয় মিছিল করতে তিনি আবার বাঁকুড়ায় আসবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।






Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version