Monday, December 22, 2025

পুরুলিয়াকে অশান্ত করছে রাম-বাম! বিজেপির প্রার্থীর বাড়িতেই স্বাস্থ্যসাথী কার্ড: আক্রমণ অভিষেকের

Date:

Share post:

বাম আমলে মাওবাদী আর হার্মাদদের সংঘর্ষে অশান্ত থাকত পুরুলিয়া। ২০১১-তে তৃণমূল ক্ষমতায় আসার পরে অবস্থার পরিবর্তন হয়। কিন্তু ২০১৮-তে আবার পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় আসার পরে ফের এলাকায় অশান্তি শুরু হয়। এবার লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতকে জিতিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনুন। মঙ্গলবার, পুরুলিয়ায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারসভায় এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে অভিষেক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আমলে এলাকায় উন্নয়ন হয়েছে। এমনকী, বিজেপি প্রার্থী জ্যোর্তিময় সিং মাহাতর বাড়ির লোকই স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন- জানালেন অভিষেক।

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বাম আমলে জঙ্গলমহলে রাস্তায় মানুষ বেরোতে পারত না। সিপিএমের হার্মাদদের সঙ্গে মাওবাদীদের সন্ত্রাসের জেরে এলাকা অশান্ত হয়ে থাকত। ২০১১-তে তৃণমূল জিতল। এলাকায় শান্তি ফিরল। কিন্তু ২০১৮-তে পঞ্চায়তে বিজেপি জেতায় আবার গোলমাল শুরু হয়। অভিষেকের অভিযোগ, সিপিএম জামা পাল্টে বিজেপি হয়েছে।

অভিষেক (Abhishek Banerjee) জানান, তৃণমূল সরকারের আমলে এলাকায় উন্নয়নের জোয়ার এসেছে। আয়ুষ্মান ভারত বাংলায় হয়নি। কারণ, তাতে বেশিরভাগ মানুষই থাকতেন স্বাস্থ্য প্রকল্পের বাইরে। তার বদলে চালু হয়েছে স্বাস্থাসাথী কার্ড। যার অধীনে রয়েছেন বেশিরভাগ মানুষ। এমনকী, পুরুলিয়ার বিজেপির (BJP) প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতর বাড়ির লোকও স্বাস্থ্যসাথী কার্ড করেছেন- জানান অভিষেক। বিজেপি সাংসদ ভোট নিয়ে পালিয়ে গিয়েছেন- আর আসেননি। কোভিডের সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকেছে তৃণমূল- জানান অভিষেক। এর পরেই অভিষেক প্রশ্ন তোলেন, পুরুলিয়ার উন্নয়ন নিয়ে বিজেপি কী করেছে? বিদায়ী বিজেপি সাংসদকে বিতর্কে আহ্বান জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মঞ্চ বেঁধে বিতর্কসভার ব্যবস্থা করুন। বলরামপুর কলেজ ময়দানের সভা থেকে বিজেপিকে আক্ষরিক অর্থেই ধুয়ে দেন তিনি।

একই সঙ্গে হাওড়া-হুগলিতে মহিলাদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে শ্লীলতাহানি করেছে সে বিষয় নিয়েও গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ৪ জুন কেন্দ্রে সরকার পরিবর্তন হবেই।






spot_img

Related articles

আদালতে মেসি মামলায় জোরাল সওয়াল রাজ্যের, সিবিআই তদন্ত নিয়ে রায়দান স্থগিত

যুবভারতীতে মেসি (Messi) কাণ্ডের বল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে(Calcutta HC)। সোমবার এই বিষয়ে মামলার শুনানি ছিল। একাধিক জনস্বার্থ মামলা...

BDO প্রশান্ত বর্মণের আগাম জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ হাই কোর্টের

”জঘন্যতম অপরাধ বিবেচনায় আনা হয়নি বারাসত সেশন জজের বিচারে। বিডিও জামিন খারিজের অধিকার রয়েছে এই আদালতের”- রাজগঞ্জের BDO...

হাওড়ার বন্ধ ফ্ল্যাটে উদ্ধার দেহ! আটক দুই নাবালক

শহরে ফের রহস্যমৃত্যু! হাওড়ার (Howrah) সালকিয়াতে বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম...

বিরাট-রোহিতের পথেই গিল, বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে নিলেন বড় সিদ্ধান্ত

সদ্য টি২০ দল থেকে বাদ পড়েছেন, ফর্মে ফিরতে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলেন শুভমান গিল(Shubman Gill)। বিরাট কোহলি,...