ষষ্ঠ দফার ভোটগ্রহণ শনিবার, ২৫ তারিখ। আর সেইদিনই দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই কারণে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। ওইদিন ভোট পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলায়। যেখানে দুর্যোগের পূর্বাভাস থাকায় ভোটে বাড়তি সতর্কতা নিচ্ছে তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে বুধবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে ওই বৈঠকে থাকবেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি ও রাজ্যের বিপর্য়য় মোকাবিলা সচিব।
সংশ্লিষ্ট কেন্দ্রের জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সিইও দফতর সূত্রে খবর, বুধবার দুপুরে আলাদা আলাদা করে ওই বিষয়ে দু’টি বৈঠক করবেন সিইও। ওই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবও। আর ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন রাজ্যের জেলাশাসকেরা।