Sunday, November 16, 2025

সম্বিতের মন্তব্য জগন্নাথ-ভক্তদের ভাবাবেগে আঘাত: কটাক্ষ শান্তনুর, চাপে প্রায়শ্চিত্তের পথে BJP প্রার্থী

Date:

পুরীর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শাসক দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের বক্তব্য নিয়ে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সাংসদ শান্তনু সেন স্পষ্ট জানান, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে বিজেপিকে বহুদিন ধরে দেখছে মানুষ। ধর্মের নামে মানুষের ভেদাভেদ করাই ওদের রাজনীতির মূল লক্ষ্য। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র যা বললেন, তা পৃথিবীর কোটি কোটি জগন্নাথ ভক্তের ভাবাবেগকে আঘাত করেছে। তিনি বললেন,‘প্রভু জগন্নাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত’। এই কথার মধ্য দিয়ে সারা পৃথিবীর কোটি কোটি জগন্নাথ ভক্তের ভাবাবেগকে তিনি আঘাত করেছেন। সনাতন হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তাদের ভাবাবেগকে আঘাত করেছেন। এই ক্ষমতার ঔদ্ধত্য তাদের বিপর্যয়ের শেষ সীমায় পৌঁছে দেবে। এই দ্বন্দ্বের জন্যই ২০১৯ এ পুরীতে সম্বিত পাত্র পরাজিত হয়েছিলেন।

তৃণমূলের এই প্রবল সমালোচনার মুখে পড়ে পুরীর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শাসক দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেন। সেই সঙ্গে জানালেন, এই ভুলের জন্য তিনি প্রায়শ্চিত্তও করবেন।নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োয় সম্বিত বলেছেন, আজ আমার করা একটি ভুলের জন্য আমি আন্তরিক ভাবে ব্যথিত। পুরীতে যেদিন প্রধানমন্ত্রী মোদি এসেছিলেন। আমি সেই বিষয়ে বহু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলি। ভিড়ের মধ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে ভুল বশত ‘ভগবান শ্রী জগন্নাথের ভক্ত মোদি’ বলার বদলে ‘মোদির ভক্ত জগন্নাথ’ বলে ফেলি। আমার এই ভুলের জন্য আমি প্রভু জগন্নাথের চরণে মাথা ঝুঁকিয়ে ক্ষমাপ্রার্থনা করছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আগামী তিন দিন উপবাস করব।

প্রসঙ্গত, সোমবার পুরীতে সম্বিতের সমর্থনে রোডশো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জগন্নাথের মন্দিরে পুজোও দেন তিনি। বিজেপি নেতা একই সঙ্গে বলেন, এই ভুলকে অকারণ রাজনৈতিক ‘ইস্যু’ না বানাতে। সম্বিত বলেন, তাঁর আশা প্রভু জগন্নাথ ক্ষমা করবেন তাঁকে। কারণ, তাঁর কথায়, ভগবানও ‘মুখ ফস্কে’ বলা কথার দোষ নেন না। তিনি জানেন, আমিও তাঁর অসংখ্য ভক্তের একজন। এবং কেউ কখনওই কোনও ভগবানকে মানুষের ভক্ত বলবেন না।

 

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...
Exit mobile version