তাপপ্রবাহের দাপটকে অতীত করে দেশজুড়ে বর্ষার ইনিংস শুরু হয়েছে। সোমবার ভোটে দফায় দফায় ভিলেন হয়েছে বৃষ্টি। মঙ্গলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী ২৭ তারিখ পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়বে। তবে এর মাঝেই চিন্তা বাড়ছে ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে। অভিমুখ বদলে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল (Cyclone Remal landfall) কি বাংলাতেই?

IMD থেকে প্রাপ্ত উপগ্রহ চিত্র অনুসারে বুধবার ২২ মে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে। ২৪ মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে সম্পর্কে এখনও পর্যন্ত দিল্লির মৌসম ভবন (IMD) থেকে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে পরিস্থিতির উপর নজর রাখছেন হাওয়া অফিসের কর্তারা। শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে, বাড়বে ঢেউয়ের উচ্চতা। উপকূলে দুর্যোগের আশঙ্কা থাকায় বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে। অন্যদিকে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গত প্রায় ৩৬ ঘণ্টা ধরে নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের কাছে অবস্থান করছে। ফলে আগামী তিন দিনের মধ্যে তা দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে বলেই মনে করা হচ্ছে। রাজ্যে আগামী সাতদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

