Monday, August 25, 2025

পূর্ব মেদিনীপুরে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে অধিকারী পরিবারের। ভোট বৈতরণী পার হতে এবার টাকা ছড়াতে শুরু করেছে বিজেপি। কিন্তু শেষরক্ষা হল না। বিজেপির পতাকা আর লক্ষ লক্ষ টাকা সহ পুলিশের হাতে গ্রেফতার স্থানীয় বিজেপি নেতা।

প্রতিটি খামে দশ হাজার! ছিল ভোটের মুখে বুথে বুথে টাকা বিলির পরিকল্পনা। পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃতের কাছে পাওা গেল নগদ ৭ লক্ষ টাকা। সঙ্গে বিজেপির পতাকা, পোলিং এজেন্সের ফর্ম-সহ আর বেশ কিছু নথি। যা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শন্তিকুঞ্জের অধিকারী পরিবারের সদস্য তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু।

আগামিকাল, বৃহস্পতিবারই প্রচার শেষ। ২৫ মে, শনিবার ষষ্ঠ দফায় ভোট পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে। এদিন কাঁথি লোকসভা কেন্দ্রের খেঁজুরি থানা এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ইন্দ্রজিৎ দাস। এসি বাসে টাকার প্যাকেট নিয়ে হেঁড়িয়া এলাকার দিকে যাচ্ছিলেন তিনি। স্থানীয় ইড়িঞ্চি সেতু কাছে ইন্দ্রজিৎকে আটক করা হয়। উদ্ধার করা হয় টাকা। প্রতিটি খামে ছিল ১০ হাজার টাকা। সবমিলিয়ে প্রায় সাড়ে ৭ লক্ষ! ইন্দ্রজিতের দাবি, এক দাদার কাছ থেকে টাকা নিয়ে হেড়িয়া যাচ্ছিলেন তিনি। এক ব্যবসায়ীকে দেওয়ার জন্য। কিন্তু প্রতিটি খামে ১০ হাজার কেন? সদুত্তর দিতে পারেনি ওই বিজেপি নেতা।

পুলিশ সূত্রে খবর, জেরায় ইন্দ্রজিৎ জানিয়েছেন, কাঁথিতে বিজেপি পার্টি অফিস থেকে টাকা খেজুরিতে দলের বুথ সভাপতি ও কর্মীদের বিলি করতে যাচ্ছিলেন তিনি।





 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version