Sunday, November 9, 2025

ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ মরসুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা। এই নিয়ে পাঁচবার এমন স্বীকৃতি পেলেন ম্যানচেস্টার সিটি কোচ। সেরার পুরস্কার পেতে গার্দিওলা হারিয়েছেন আর্সেনালের মিকেল আরতেতা, লিভারপুলের সদ্য বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপ, অ্যাস্টন ভিলার উনাই এমেরি ও বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলাকে।
নিশ্চয়ই ভাবছেন,গার্দিওলা সেরার স্বীকৃতি কেন পেয়েছেন? তা এরই মধ্যে সবারই জানার কথা। চলতি মরসুমে সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন তিনি, এবার নিয়ে টানা চারবার। ইংল্যান্ডের শীর্ষ স্তরের কোনও দলের টানা চার মরসুম ট্রফি জয় এই প্রথম।পুরস্কার জিতে গার্দিওলা বলেছেন, ‘এসব খেলোয়াড়ের কোচ হতে পেরে, দারুণ সব কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। টানা চার মরসুম শিরোপা জেতা আমার কেরিয়ারের সবচেয়ে গৌরবান্বিত অধ্যায়। এটা বিশ্বের সবচেয়ে কঠিন লিগ, আমাদের প্রতিযোগীরা অবিশ্বাস্য ফুটবল খেলেছে।’
গার্দিওলার অধীন মোট ছয়বার লিগ শিরোপা জিতেছে সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে স্যার অ্যালেক্স ফার্গুসনের (১৩) পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি এখন গার্দিওলারই (৬)। মরসুমের সেরা কোচের কীর্তিতেও গার্দিওলার ওপরে শুধু ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ ফার্গুসন সেরার স্বীকৃতি পেয়েছেন ১১ বার।এদিকে ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি আছে ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে দারুণ সময় কাটানোর পরও আগামী মরসুমে তিনি সিটি ছাড়তে পারেন, এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন গার্দিওলা। বার্সেলোনা ও সিটিকে ট্রফি জেতানো এই কোচ জানিয়েছেন, তিনি কিছুটা ক্লান্ত। এরই পাশাপাশি, ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ মরসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। ২৩ বছর বয়সী ফোডেন এবারের লিগ মরসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে ২৭ গোল করেছেন। নিজে গোল করেছেন ১৯টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি।





Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version