Monday, August 25, 2025

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নন্দীগ্রাম, বাইকবাহিনীর হামলায় মৃত ১ জখম ৮!

Date:

গভীর রাতে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। সশস্ত্র বাইক বাহিনীর আক্রমণে মৃত্যু হয়েছে সোনাচূড়ার বাসিন্দা রথিবালা আড়ির(Rathibala Ari)। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৭ জনের চিকিৎসা চলছে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Super Speciality hospital)। ষষ্ঠ দফায় নির্বাচনের আগেই রক্তাক্ত নন্দীগ্রামে আদি-নব্য বিজেপি (BJP) দ্বন্দ্বে আতঙ্কিত সাধারণ মানুষ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোট প্রচারের শেষলগ্নে বুধবার সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময়ই রাত ২টো নাগাদ সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিজেপির মহিলা কর্মী। স্থানীয়রা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী -সমর্থকরা। রাস্তায় গাছ ফেলে, আগুন জ্বালিয়ে পদ্ম শিবিরের বিক্ষোভে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।ঘটনাপ্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পাল তৃণমূলের দিকে আঙ্গুল তুললেও, এলাকার ঘাসফুলের কর্মীদের কথায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তদন্তে নেমেছে পুলিশ। নন্দীগ্রামের এই ঘটনায় জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশন। প্রয়োজনে এমপিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version