Monday, August 25, 2025

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নন্দীগ্রাম, বাইকবাহিনীর হামলায় মৃত ১ জখম ৮!

Date:

গভীর রাতে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। সশস্ত্র বাইক বাহিনীর আক্রমণে মৃত্যু হয়েছে সোনাচূড়ার বাসিন্দা রথিবালা আড়ির(Rathibala Ari)। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৭ জনের চিকিৎসা চলছে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Super Speciality hospital)। ষষ্ঠ দফায় নির্বাচনের আগেই রক্তাক্ত নন্দীগ্রামে আদি-নব্য বিজেপি (BJP) দ্বন্দ্বে আতঙ্কিত সাধারণ মানুষ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোট প্রচারের শেষলগ্নে বুধবার সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময়ই রাত ২টো নাগাদ সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিজেপির মহিলা কর্মী। স্থানীয়রা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী -সমর্থকরা। রাস্তায় গাছ ফেলে, আগুন জ্বালিয়ে পদ্ম শিবিরের বিক্ষোভে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।ঘটনাপ্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পাল তৃণমূলের দিকে আঙ্গুল তুললেও, এলাকার ঘাসফুলের কর্মীদের কথায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তদন্তে নেমেছে পুলিশ। নন্দীগ্রামের এই ঘটনায় জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশন। প্রয়োজনে এমপিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version