Saturday, November 8, 2025

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নন্দীগ্রাম, বাইকবাহিনীর হামলায় মৃত ১ জখম ৮!

Date:

গভীর রাতে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। সশস্ত্র বাইক বাহিনীর আক্রমণে মৃত্যু হয়েছে সোনাচূড়ার বাসিন্দা রথিবালা আড়ির(Rathibala Ari)। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৭ জনের চিকিৎসা চলছে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Super Speciality hospital)। ষষ্ঠ দফায় নির্বাচনের আগেই রক্তাক্ত নন্দীগ্রামে আদি-নব্য বিজেপি (BJP) দ্বন্দ্বে আতঙ্কিত সাধারণ মানুষ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোট প্রচারের শেষলগ্নে বুধবার সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময়ই রাত ২টো নাগাদ সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিজেপির মহিলা কর্মী। স্থানীয়রা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী -সমর্থকরা। রাস্তায় গাছ ফেলে, আগুন জ্বালিয়ে পদ্ম শিবিরের বিক্ষোভে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।ঘটনাপ্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পাল তৃণমূলের দিকে আঙ্গুল তুললেও, এলাকার ঘাসফুলের কর্মীদের কথায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তদন্তে নেমেছে পুলিশ। নন্দীগ্রামের এই ঘটনায় জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশন। প্রয়োজনে এমপিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version