Wednesday, November 5, 2025

প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার OMR শিট, কীভাবে দেখবেন উত্তরপত্র? 

Date:

প্রকাশিত হল চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার ওএমআর শিট (OMR Sheet) ও রেসপন্স শিট (Respose Sheet)। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে করা যাবে আবেদন। এর পর কোন কোন প্রশ্নের ঠিক ও কোনগুলির ভুল উত্তর দিয়েছেন, তা দেখে নিতে পারবেন পড়ুয়ারা। সঠিক উত্তর নিয়ে সহমত না হলে করা যাবে চ্যালেঞ্জও। wbjeeb.nic.in লগ ইন করে পড়ুয়াদের এগুলি ডাউনলোড করতে বলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পাশাপাশি সাফ জানানো হয়েছে, ২৪ মে পর্যন্ত উত্তরপত্র নিয়ে চ্যালেঞ্জ করা যাবে। এরপর আর আবেদন জমা নেওয়া হবে না।

অন্যদিকে বোর্ডের তরফে আরও জানানো হয়েছে চ্যালেঞ্জ করলে প্রতি রেসপন্স পিছু ৫০০ টাকা দিতে হবে পরীক্ষার্থীদের। যা অনলাইনে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে জমা দিতে পারবেন তাঁরা।এপ্রিলের শেষ দিনে ইঞ্জিনিয়ারিংয়ের এই প্রবেশিকা নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষের কয়েকদিনের মধ্যেই ওএমআর শিট ও রেসপন্স শিট সামনে আনল বোর্ড।

ওয়েবসাইটে লগ ইন হয়ে গেলে প্রশ্নপত্রের বুকলেট নম্বর ব্যবহার করে জানাতে হবে আবেদন।পরীক্ষার্থীরা যে উত্তর লিখেছেন তা থাকবে ওএমআর শিটে। আর বোর্ডের দেওয়া সঠিক উত্তরপত্র হল রেসপন্স শিট। এবার দু’টি অতি সহজেই মিলিয়ে নিতে পারবেন পড়ুয়ারা। চলতি বছরের ২৪ মে পর্যন্ত ওএমআর শিট চ্য়ালেঞ্জ করে আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। তারপর আর কোনও আবেদনপত্র গ্রহণ করবে না রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। আবেদনের ফি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে জমা করা যাবে। তবে আবেদনের ফি জমা না হলে কোনও ক্লেমই বিবেচনা করা হবে না বলে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version