থাণের রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

থাণের (Thane) ডোম্বিবলির রাসায়নিক কারখানায় (Chemical Factory) বয়লার বিস্ফোরণের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে যে বয়লার থেকে আগুন ছড়িয়েছিল, সেটির কোনও লাইসেন্সই ছিল না বলে খবর। শুক্রবার মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police) সূত্রে এই কথা জানানো হয়েছে। পাশাপাশি গত কয়েক বছরে সে রাজ্যের রাসায়নিক কারখানাগুলিতে লাইসেন্সবিহীন বয়লারের ব্যবহার ক্রমশ বাড়ার কারণেই ভয়াবহ দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

দামে সস্তা হওয়ার কারণেই রাসায়নিক কারখানাগুলির মালিকেরা ক্রমশ লাইসেন্সবিহীন ‘বেআইনি’ বয়লারের দিকে ঝুঁকছেন বলে পুলিশের ওই সূত্র জানাচ্ছে। এর ফলে গত কয়েক বছরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে, ডোম্বিবলির কেমিক্যাল কোম্পানির রাসায়নিক কারখানার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। থাণে পুলিশের দাবি, বৃহস্পতিবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় মোট ৬০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর চোট রয়েছে অন্তত ২০ জনের।

এদিকে বিস্ফোরণের তীব্রতায় কারখানার আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ভেঙে পড়ে বাড়ির অংশ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী-র ফরেন্সিক বিশেষজ্ঞেরা জানিয়েছেন, মলয় মেহতা নামে এক ব্যবসায়ীর মলিকানাধীন ওই কারখানায় পেরোক্সাইডের উপস্থিতি মিলেছে।