Friday, August 22, 2025

ঢোক গিলে কমিশনের তথ্যপ্রকাশ: কেন্দ্রে ‘হাওয়া’ বদলের ইঙ্গিত, দাবি সিপিআইএমের

Date:

সুপ্রিম কোর্টে আইনের যুক্তি দেখিয়েও ষষ্ঠ দফা নির্বাচনের দিন সম্পূর্ণ ভোটারের পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। যে তালিকা আইনের যুক্তি দেখিয়ে প্রকাশ করা সম্ভব নয় বলে দাবি করেছিলেন কমিশনের আইনজীবী, সেই তালিকা প্রকাশিত হওয়ার পর নতুন ‘ইঙ্গিতে’র দাবি সিপিআইএমের। কমিশনের এই পদক্ষেপকে ‘হাওয়া বদলের’ ইঙ্গিত বলে দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

ষষ্ঠ দফা নির্বাচনের শেষে কোথায় পায়ের তলায় মাটি পায়নি সিপিআইএম। কর্মীর অভাবে শেষে বুথে এজেন্ট বসাতে ছুটোছুটি করতে হয়েছে বাম প্রার্থীদের। তবে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর অদক্ষতাকে কাঠগড়ায় বসিয়েছেন সেলিম। ইভিএমের গোলমাল নিয়ে যেভাবে তৃণমূল সরব হয়েছে শনিবার একইভাবে সরব হতে শোনা গেল সেলিমকেও।

শনিবারই ফর্ম ১৭-সি প্রকাশ করে প্রতিটি কেন্দ্রের ভোটার সংখ্যা, ভোট শতাংশ ও ভোটদাতার প্রকৃত সংখ্যা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অথচ এই নির্বাচন কমিশনই শুক্রবার সুপ্রিম কোর্টে জানিয়েছিল ১৭-সি প্রকাশ করা সম্ভব নয়। তারপরেও তাঁদের এই পালাবদলে কেন্দ্রে পালাবদলের আশা দেখছেন সিপিআইএম নেতারা।

শনিবার মহম্মদ সেলিম বলেন, “বিজেপি, কেন্দ্র সরকারও নির্বাচন কমিশনকে নিজেদের এক্তিয়ারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। কমিশন যে দিলেন এটার মধ্যে বুঝতে হবে, আইন পাল্টায়নি, নিয়ম পাল্টায়নি। কিন্তু হাওয়া পাল্টাচ্ছে। তা নাহলে যারা দুদিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আমরা তথ্য দেব না, আজকে তথ্যটা আপলোড করলেন।”

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version