কাঁথির হোম গ্রাউন্ডেই হোঁচট খাচ্ছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু

কাঁথির বিভিন্ন বুথে বুথে পরিদর্শনে বেরিয়ে বার বার বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু

এবার নিজেদের গড়েই হোঁচট খেলেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। চলতি লোকসভা ভোটে আজ, শনিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে সকাল থেকে। কাঁথির বিভিন্ন বুথে বুথে পরিদর্শনে বেরিয়ে বার বার বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। কোথাও তাঁকে ঘিরে “গো ব্যাক” স্লোগান তো কোথাও আবার “চোর চোর” বলে বিক্ষোভ দেখানো হয় কাঁথির বিজেপি প্রার্থীকে।

এদিন সকাল থেকেই একাধিক বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলে বিজেপি। ভূপতিনগরের একাধিক বুথে সৌমেন্দু অধিকারী নিজে গিয়ে বিজেপি এজেন্টদের বসিয়েছেন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, ভোটারদের ভয় দেখানো হচ্ছে। আর রাজ্য পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে।

কাঁথির বিজেপি প্রার্থীর আআরও অভিযোগ, পুলিশ তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে। আর বিজেপি কর্মী সমর্থকদের ভোট দিতে যাওয়ায় বাধা দিচ্ছে। বুথ জ্যাম করা হচ্ছে। বিজেপির কেউ যাতে ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।

যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, কাঁথিতে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। মানুষ সঙ্গে নেই বুঝে এখন নাটক করছেন বিজেপি প্রার্থী।

Previous articleকান-এর মঞ্চে ভারতের সম্মান বঙ্গ তনয়া, শ্রেষ্ঠ অভিনেত্রী অনসূয়া
Next articleচাকরিজীবীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা শোনালেন এলন মাস্ক!