Saturday, November 29, 2025

৪ মে-ই বসিরহাটের ফল প্রকাশিত: অভিষেক, দুর্যোগে মানুষের পাশে থাকার নির্দেশ নেতা-কর্মীদের

Date:

Share post:

দুর্যোগ উপেক্ষা করেই বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে বাদুড়িয়ায় প্রচার সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ১ জুন বসিরহাট লোকসভায় ভোট গ্রহণ। চার জুন ফল। কিন্তু অভিষেকের মতে, যেদিন সন্দেশখালির মিথ্যাচারের ভিডিও ফাঁস হয়েছে, সেই মে মাসের ৪ তারিখেই বসিরহাট কেন্দ্রের ভোটের ফল প্রকাশ হয়ে গিয়েছে। সন্দেশখালি মিথ্যাচারের জবাব এক তারিখ ভোটেরদিন বসিরহাটের মানুষ ইভিএমে (EVM) দেবেন বলে বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, মানুষের উৎসাহ-উদ্দীপনা দেখে সভার আসার সময় তাঁর মনে হচ্ছিল যেন বিজয়োৎসবে আসছেন। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের সময়, জীবনের বাজি রেখে নেতা-কর্মীদের মানুষের মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি।১ জুন বসিরহাট লোকসভায় ভোট গ্রহণ। চার জুন ফল। কিন্তু অভিষেকের মতে, যেদিন সন্দেশখালির মিথ্যাচারের ভিডিও ফাঁস হয়েছে, সেই মে মাসের ৪ তারিখেই বসিরহাট কেন্দ্রের ভোটের ফল প্রকাশ হয়ে গিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ করেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। গঙ্গাধরের যে ভিডিও ভাইরাল হয়েছিল (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) তাতে বলতে শোনা গিয়েছিল, কীভাবে সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ সাজানো হয়েছে, সেই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এখনও তাঁকে মণ্ডল সভাপতি করে রেখেছে BJP। এর থেকে স্পষ্ট তাদের ষড়যন্ত্রেই সন্দেশখালির ঘটনা রচিত হয়েছিল। মিথ্যে অভিযোগে বাংলার মানুষকে সারা দেশের সামনে ছোট করেছে গেরুয়া শিবির। এর জবাব ইভিএম-এ দেওয়ার বার্তা দেন অভিষেক। একই সঙ্গে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, যে ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) দেখা গিয়েছিল তিনি বলছেন, ভুয়ো মহিলাদের অত্যাচারিত বলে সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল- সে সম্পর্কে এখন তাঁর মত কী?

অভিষেক বলেন, তাঁর সভায় আসার সময় মনে হচ্ছিল যেন বিজয় উৎসবে যোগ দিতে আসছেন। যেভাবে বৃষ্টি মাথায় নিয়ে বাদুড়িয়ার মানুষজন স্বাগত জানিয়েছেন তাতেই স্পষ্ট তৃণমূলের জয় ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে হলেও দুর্গত মানুষের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি জানান, মানুষের সুখের দিনে না হলেও দুঃখের দিনে পাশে থাকে তৃণমূল। যেকোনও বিপর্যয়, তৃণমূলের নেতাকর্মীরাই মানুষকে গিয়ে উদ্ধার করেন, ত্রাণ শিবিরে পৌঁছে দেন, অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী পৌঁছে দেন, মানুষের পাশে থাকেন।






spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...