Saturday, November 8, 2025

মোদিকে শুকনো ‘ধন্যবাদ’, রাহুলকে ‘অনুপ্রেরণা’ কেন বললেন গ্রাঁ প্রি জয়ী পায়েল

Date:

কান (Cannes) চলচ্চিত্র উৎসবের মঞ্চে গ্রাঁ প্রি (Grand Prix award) জিতে আলোড়ন ফেলে দিয়েছেন পরিচালক পায়েল কাপাডিয়া (Payal Kapadia)। পুরস্কারের কথা ফাঁস হতেই পায়েলের পরিচয় নিয়ে গোটা দেশে আরও এক আলোড়ন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কান-এর মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান জেতার পরে পায়েলকে অভিনন্দন জানাতে ভোলেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সেই অভিনন্দনের পাল্টা শুকনো ধন্যবাদ জানালেন পায়েল। অন্যদিকে রাহুল গান্ধীর অভিনন্দনের পাল্টা তাঁকে ‘অনুপ্রেরণা’ বলে উল্লেখ করলেন পায়েল।

২০১৫ সালে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (FTII) চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানকে বসানোর সময় সংস্থার যে পড়ুয়ারা প্রতিবাদে সামিল হয়েছিল তাঁদের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন পায়েল। ১৩৯ দিন ধরে লাগাতার সেই আন্দোলন চলেছিল। পরিণামে একদিকে শাস্তিমূলক ব্যবস্থা তো নিয়েই ছিল কর্তৃপক্ষ, সেই সঙ্গে তাঁর নামে এফআইআর (FIR)-ও দায়ের করা হয়। সেই সময় পায়েল ও তাঁর সতীর্থদের পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী।

কান-এর মঞ্চে সম্মানের ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় পায়েলকে অভিনন্দন জানান রাহুল গান্ধী (Rahul Gandhi)। উত্তরে পায়েল লেখেন, “জীবনে সত্যিকারের অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার সহনশীলতা ও দৃঢ়তা আরও বড় মানুষ হতে আমাকে অনুপ্রাণিত করেছে।”

অন্যদিকে নরেন্দ্র মোদি (Narendra Modi) অভিনন্দন জানাতে গিয়ে স্বীকার করে নিয়েছেন পায়েল অসাধারণ ‘প্রতিভার অধিকারী’। সেই সঙ্গে “এফটিআইআই-এর প্রাক্তনী হিসাবে তাঁর অসামান্য প্রতিভা বিশ্বমঞ্চকে আলোকিত করেছে, ভারতের সৃজনশীলতাকে তুলে ধরে”, এমন কথাও বলেন তিনি। উত্তরে এতদিন পরে প্রংসায় ধন্যবাদ জানিয়েছেন পায়েল। তিনি লেখেন, “আপনার অনুপ্রেরণার অর্থ অনেক আমার কাছে।”

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version