Thursday, August 21, 2025

দুর্যোগ মাথায় নিয়ে সাতগাছিয়ার ত্রাণ শিবিরে অভিষেক, আপ্লুত স্থানীয়রা

Date:

Share post:

সবসময়ই নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকেন সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রাকৃতিক বিপর্যয় হোক বা অতিমারি কোভিড- ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষ সবসময় পাশে পায় তাঁকে। ঘূর্ণিঝড় রেমালের বেলায়ও তার ব্যতিক্রম হল না। দুর্যোগ মাথায় নিয়েই অটোয় চেপে ত্রাণ শিবিরে পৌঁছে গেলেন অভিষেক। কথা বললেন দুর্গতদের সঙ্গে। তৃণমূল (TMC) সাংসদের এই ব্যবহারে আপ্লুত স্থানীয় মানুষ।

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাতগাছিয়া বিধানসভার দুটি ত্রাণ শিবিরে থাকা মানুষদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিষ্ণুপুর ২ নম্বরের ব্লক সভাপতি নবকুমার বেতাল, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল-সহ স্থানীয় নেতৃত্ব। চণ্ডীগ্রাম পঞ্চায়েত, চক এনায়েতনগর গ্রাম পঞ্চায়েত এলাকার কমপক্ষে শতাধিক মানুষ দুটি ত্রাণ শিবেরই আশ্রয় নেন। ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের কোনও সমস্যা হচ্ছে কি না জানতে চান। পাশাপাশি, আমতলায় দলীয় কার্যালয়ে বসে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা তৈরি করা এবং দলমত নির্বিশেষে তাঁদের পাশে দাঁড়াতে দলীয় নেতৃত্বেকে নির্দেশ দেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এভাবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অভিষেক সশরীরে হাজির হয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেওয়ায় আপ্লুত স্থানীয়রা।








spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...