দুর্যোগ মাথায় নিয়ে সাতগাছিয়ার ত্রাণ শিবিরে অভিষেক, আপ্লুত স্থানীয়রা

সবসময়ই নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকেন সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রাকৃতিক বিপর্যয় হোক বা অতিমারি কোভিড- ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষ সবসময় পাশে পায় তাঁকে। ঘূর্ণিঝড় রেমালের বেলায়ও তার ব্যতিক্রম হল না। দুর্যোগ মাথায় নিয়েই অটোয় চেপে ত্রাণ শিবিরে পৌঁছে গেলেন অভিষেক। কথা বললেন দুর্গতদের সঙ্গে। তৃণমূল (TMC) সাংসদের এই ব্যবহারে আপ্লুত স্থানীয় মানুষ।

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাতগাছিয়া বিধানসভার দুটি ত্রাণ শিবিরে থাকা মানুষদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিষ্ণুপুর ২ নম্বরের ব্লক সভাপতি নবকুমার বেতাল, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল-সহ স্থানীয় নেতৃত্ব। চণ্ডীগ্রাম পঞ্চায়েত, চক এনায়েতনগর গ্রাম পঞ্চায়েত এলাকার কমপক্ষে শতাধিক মানুষ দুটি ত্রাণ শিবেরই আশ্রয় নেন। ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের কোনও সমস্যা হচ্ছে কি না জানতে চান। পাশাপাশি, আমতলায় দলীয় কার্যালয়ে বসে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা তৈরি করা এবং দলমত নির্বিশেষে তাঁদের পাশে দাঁড়াতে দলীয় নেতৃত্বেকে নির্দেশ দেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এভাবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অভিষেক সশরীরে হাজির হয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেওয়ায় আপ্লুত স্থানীয়রা।