দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সায়ন্তিকাকে নিয়ে রাস্তায় সৌগত

কিন্তু দুর্যোগ মোকাবিলায় তৈরি ছিল প্রশাসন।

অনেক আগে থেকেই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে রাজ্যের বিভিন্ন অংশে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ব্যাপক ঝড় বৃষ্টির জেরে কোথাও জমেছে জল, কোথাও পড়েছে গাছ। কিন্তু দুর্যোগ মোকাবিলায় তৈরি ছিল প্রশাসন।

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি ছিলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। রবিবার রাত থেকেই পথে ছিল তৃণমূল। একইভাবে পথে নেমেছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও। কোথাও বাঁশ হাতে তাঁকে সরাতে দেখা গেল ড্রেনের জঞ্জাল, আবার কোথাও কাটতে দেখা গেল গাছ। বরানগরে আবার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে চড়ে বসলেন পে লোডারে।

আগামী ১ জুন, শনিবার সপ্তম তথা শেষ দফায়দমদম লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বর্ষীয়ান সৌগত রায়। একইসঙ্গে দমদম লোকসভার অন্তর্গত বরানগর বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকাকে এবার প্রার্থী করেছে তৃণমূল। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই দুই প্রার্থীরই ভোট কেন্দ্রে কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ভোটের মুখে এলাকাবাসীর ভোগান্তি কমাতে কোনও কমতি রাখেননি সৌগত-সায়ন্তিকারা। তবে এই প্রথম নয়, বরানগরে এর আগেও প্রবল গরমে একটি জায়গায় বিদ্যুৎ বিপর্যয়ের সময় মাঝরাতে দাঁড়িয়ে থেকে ট্রান্সফরমা লাগানোর কাজে তদারকি করতে দেখা গিয়েছিল সায়ন্তিকাকে।

Â