Saturday, August 23, 2025

রেমালের দাপট শুরু হতেই কলকাতায় প্রাণহানি! মহানগরজুড়ে তুমুল ঝড়বৃষ্টি

Date:

নির্ধারিত সময়ে সুন্দরবনের হলদিবাড়ির কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল ঝড়বৃষ্টি (Rain) চলছে। কলকাতায় (Kolkata) বাড়ি ভেঙে একজনের মৃত্যু হয়েছে। ১০ নম্বর বিবির বাগান এলাকার বাসিন্দা মহম্মদ সাজিদ বাড়ি ভেঙে আহত হন। তাঁকে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘূর্ণিঝড় রেমালের ‘চোখ’ স্থলভাগে ঢুকতে শুরু করেছে। বাংলা-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে রয়েছে রেমাল। বাংলাদেশে ঘণ্টায় ১৩৫ কিমি বেগে ঝড় হচ্ছে। সুন্দরবনেও ১২০ কিমি প্রতি ঘণ্টায় ঝড় হচ্ছে। আগামী ২ ঘণ্টা এমন ল্যান্ডফল চলবে। কলকাতায় (Kolkata) রাত গভীর হতেই বাড়ছে বৃষ্টি ও ঝড়ের দাপট। ঝোড়ো হাওয়ার কারণে মহম্মদ সাজিদ তাঁর ছেলেকে ডাকতে যাচ্ছিলেন। সেই সময়েই একটি বিপজ্জনক বাড়ির নীচে দাঁড়িয়ে পড়েন তিনি। বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হন। তাঁকে দ্রুত উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঝড়ের দাপটে আলিপুর রোডের উপরে একটি বট গাছের অংশ ভেঙে পড়েছে। ফলে আলিপুর রোড কার্যত বন্ধ হয়ে যায়। কলকাতা পুরকর্মীরা পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন। এখনও পর্যন্ত কলকাতার কমপক্ষে ২৪-২৫টি গাছের ডাল ও গাছ ভেঙে পড়েছে বলে পুরসভার সবচেয়ে খবর। ইতিমধ্যেই পুরকর্মীরা গিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন।

রাত দেড়টা থেকে ভোর ৬টা পর্যন্ত গঙ্গার জলস্তর প্রায় ১৬ ফুট পৌঁছতে পারে বলে পুরসভার সবচেয়ে খবর। তখন কলকাতা পুর এলাকার ৭টি লকগেট বন্ধ করে দেওয়া হবে।






Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version