নির্ধারিত সময়ে সুন্দরবনের হলদিবাড়ির কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল ঝড়বৃষ্টি (Rain) চলছে। কলকাতায় (Kolkata) বাড়ি ভেঙে একজনের মৃত্যু হয়েছে। ১০ নম্বর বিবির বাগান এলাকার বাসিন্দা মহম্মদ সাজিদ বাড়ি ভেঙে আহত হন। তাঁকে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
ঝড়ের দাপটে আলিপুর রোডের উপরে একটি বট গাছের অংশ ভেঙে পড়েছে। ফলে আলিপুর রোড কার্যত বন্ধ হয়ে যায়। কলকাতা পুরকর্মীরা পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন। এখনও পর্যন্ত কলকাতার কমপক্ষে ২৪-২৫টি গাছের ডাল ও গাছ ভেঙে পড়েছে বলে পুরসভার সবচেয়ে খবর। ইতিমধ্যেই পুরকর্মীরা গিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন।
রাত দেড়টা থেকে ভোর ৬টা পর্যন্ত গঙ্গার জলস্তর প্রায় ১৬ ফুট পৌঁছতে পারে বলে পুরসভার সবচেয়ে খবর। তখন কলকাতা পুর এলাকার ৭টি লকগেট বন্ধ করে দেওয়া হবে।