ঘূর্ণিঝড় রেমালের দাপটে প্রচুর গাছ উপড়ে গিয়েছে কলকাতা শহরজুড়ে। বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে রবীন্দ্র সরোবর। ঝড়ে পড়ে যাওয়া গাছগুলিকে কোথাও সরিয়ে, কোথাও আবার আগের জায়গায় বসিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হবে। এই কারণে সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর তথা বালিগঞ্জ লেক। সংবাদ মাধ্যমে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সমগ্র বিষয়ের উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দফায় দফায় মেয়রের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব সঙ্গেও।
ফিরহাদের পছন্দের বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে। কৃষ্ণচূড়া গাছের ডালই পড়েছিল তার গাড়ির সামনে। ফিরহাদ হাকিম জানান, এবার কৃষ্ণচূড়ার বদলে উইপিং দেবদারু লাগানো হবে। কারণ ফুলের জন্য খুব সুন্দর দেখতে লাগলো, কৃষ্ণচূড়া গাছ ঝড়ে ভেঙে পড়ে বেশি।