Thursday, August 21, 2025

শুরুটা একেবারেই ভালো যায়নি ২৫ কোটির কলকাতা নাইট রাইডার্সের বোলার মিচেল স্টার্কের। শুরুতে তাঁর বোলিং নিয়ে বারবার পরতে হয়েছে সমালোচনার মধ্যে। তবে প্লে-অফের ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। প্লে-অফ থেকে আইপিএল ফাইনাল বল হাতে দাপট দেখিয়েছেন স্টার্ক। হয়েছেন ম্যাচের সেরাও। আর সেরা হতেই আক্ষেপের শুর ঝড়ে পড়ল স্টার্কের গলায়। বললেন , আমার দাম নিয়ে দলে সবাই মজা করে।

ম্যাচের সেরা হয়ে স্টার্ক বলেন, “ অনেক বছর হয়ে গেল আইপিএল খেলিনি। এবার কেকেআর আমার উপর ভরসা দেখিয়েছে। আমার দাম নিয়ে দলে সবাই মজা করে।” শুরুতে ব্যর্থ হলেও প্রতিযোগিতার শেষে মেলে ধরেছেন স্টার্ক। আর এর কৃতিত্ব দিলেন দলের সাপোর্ট স্টাফদের। এই নিয়ে স্টার্ক বলেন, “ সাপোর্ট স্টাফেরা সব সময় পাশে ছিল। আমাদের পিছনে অনেক সময় দিয়েছে। ওদের সাহায্য না পেলে শেষ দিকে এভাবে বল করতে পারতাম না।”

এদিকে ফাইনাল ম্যাচ নিয়ে স্টার্ক বলেন, “ আমাদের দলের প্রত্যেক বোলার খুব ভাল খেলেছে। পেসারেরা নিজের কাজ করেছে। মাঝের ওভারে স্পিনারেরা উইকেট নিয়েছে। কোনও একজনের উপর নির্ভর করতে হয়নি। টস হারায় বল করতে হচ্ছিল। প্রথম কয়েকটা বলের পরেই বুঝে গিয়েছিলাম এই পিচে কীভাবে বল করতে হবে। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। সেটাই করে দেখিয়েছি। শ্রেয়সকেও কৃতিত্ব দিতে হবে। যেভাবে বোলারদের ও ব্যবহার করেছে তা এক কথায় অসাধারণ।”

আরও পড়ুন- ফাইনাল ম্যাচের পর জয় শাহ’র সঙ্গে দীর্ঘ কথা গম্ভীরের, তবে কি টিম ইন্ডিয়ার কোচ পদে কলকাতার মেন্টর? জল্পনা তুঙ্গে






Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version