Tuesday, November 4, 2025

কলকাতা উত্তর (Kolkata North) লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের (TMC) সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) বনাম বিজেপির (BJP) তাপস রায় (Tapas Ray)। পরিসংখ্যানে সুদীপ এগিয়ে থাকলেও নানা গোপন সমীকরণে তাপস ভালো এগোচ্ছেন। নিজেদের দলের ভোট ধরে রেখে প্রতিপক্ষ শিবির থেকে ভোট আনার চেষ্টা করছেন দীর্ঘকাল তৃণমূলে থাকা তাপস। তাঁর সঙ্গে বহু তৃণমূলীর যোগাযোগ পুরনো। এর মোকাবিলায় সুদীপশিবিরও নাকি বিজেপিতে ঢুকে পড়ছে। সূত্রের খবর, বিজেপির চার নেতানেত্রী এই বৃত্তে রয়েছে।

আগে উত্তরে দাঁড়িয়ে, বহু জায়গায় দাঁড়িয়ে পরাজিত হতেন, এমন এক সিনিয়র বিজেপি (BJP) নেতা নাকি চান না এবার তাপস ভালো ফল করুন। এঁর সঙ্গে থাকা RT বলে পরিচিত আরেক পরাজিত অতৃপ্ত আত্মা, প্রচারে বিপ্লবী সাজা এক মহিলা আইনজীবী এবং বড়বাজারের এক নেতা, এই চারমূর্তি বিজেপিতে থেকেই তাপসের বিরোধিতা করছেন।সুদীপশিবিরের সঙ্গে এঁদের নিয়মিত যোগাযোগ। তাপস যেহেতু নতুন দলে এসেই জয়ের হাওয়া তুলে দিয়েছেন, তাই নিজেদের মৌরসীপাট্টা ভাঙার ভয়ে ওই চারজন উল্টো খেলছেন বলে খবর। তবে বিজেপির বক্তব্য এসব ভিত্তিহীন। ভুলবোঝাবুঝি তৈরি করতে তৃণমূল শিবির থেকে এসব গল্প ছড়ানো হচ্ছে। বাস্তবে সকলেই তাপসের হয়ে নেমেছেন। সুদীপশিবির মুচকি হেসে বলছে, এইটুকু তো ওদের বলতেই হবে। তবে, তাপস শিবির বলছে, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আর এসব করে লাভ হবে না।






Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version