লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন (Local train derailed)! মঙ্গলের সকালে অফিস যাওয়ার পথে ভোগান্তি যাত্রীদের। পূর্ব রেল (Eastern railway) সূত্রে খবর ৭টা ৫ মিনিট নাগাদ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের (Liluah ) কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। এরপরই হাওড়া ব্যান্ডেল, বর্ধমান মেন লাইনে থমকে যায় ট্রেন। একের পর এক প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে যায়। ব্যস্ত সময় রেল বিভ্রাটে যথেষ্ট বিরক্ত যাত্রীরা।

রেমাল সাইক্লোন কলকাতা মেট্রোর হতশ্রী দশা তুলে ধরেছে।। ২৪ ঘণ্টা যেতে না যেতেই এবার লোকাল ট্রেন পরিষেবা নিয়েও ক্ষোভ। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল একটি ফাঁকা লোকাল ট্রেন। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়তে থাকে ব্যান্ডেল, গ্যালোপিং বর্ধমান লোকাল। একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলো ট্রেন। ইতিমধ্যেই ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে। কৌশিক মিত্র বলেন, “ কী কারণে লোকাল ট্রেনটি লাইনচ্যুত হল, সবিস্তারে তার তদন্ত করে দেখা হবে।” আপাতত আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগোচ্ছে। শেষ খবর পাওয়া অনুযায়ী আধঘন্টা আগে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকতে পারছে। সোমবার দুর্যোগের কারণে বিভ্রাট এবং মঙ্গলবার রেল পরিষেবার জেরে দুর্ভোগ কাটছে না সাধারণ মানুষের।
