Wednesday, November 5, 2025

“আপনেরা কেমেন আছেন’, “আপনেদের আমার ভালবাস”! বাংলা বলে হাসির খোরাক মোদি

Date:

একুশের বিধানসভা নির্বাচনেও কার্যত “ডেইলি প্যাসেঞ্জার” হয়ে বাংলার বুকে একের পর এক জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঙালি অস্মিতাকে কাজে লাগাতে গিয়ে বাংলা ভাষার লাগাতার অপভ্রংশ করে গিয়েছেন মোদি। যার জন্য তাঁকে নিয়ে কম ট্রোল হয়নি! এবার লোকসভা ভোটের প্রচারে এসে বাংলা বলতে গিয়ে ফের হাসির খোরাক হলেন মোদি!

এদিন অশোকনগর ও বারুইপুরে জোড়া সভা করেন মোদি। দুই জায়গাতেই বাংলা বলতে গিয়ে বার বার হোঁচট খেলেন তিনি। আর মোদির বাংলা উচ্চারণ নিয়ে এদিন সভাস্থলেই গুঞ্জন শুরু হয়ে যায়। বিজেপি সমর্থকদের অনেককেই বলতে শোনা যায়, ‘কী দরকার, জোর করে বাংলা বলার। ওনার মুখে হিন্দিটাই তো ভাল মানায়’!

এদিন উত্তর ২৪ পরগনার বারাসতের অশোক নগরে দলীয় প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে নির্বাচনীর সভার শুরুতেই বাংলায় কিছু কথা বলে হাততালি কুড়ানোর চেষ্টা করেন মোদি। যেমন – ‘কেমন আছেন’ এর পরিবর্তে মোদিকে বলতে শোনা যায় ‘আপনারা সকলে কেমেন আছেন’। এরপরই মোদি বলেন, “আপনেদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং ভালবাস!”

কেমন বলতে গিয়ে ‘কেমেন’, ভালবাসা বলতে গিয়ে ‘ভালবাস’ বলেছেন বলেই মনে করা হচ্ছে। যা নিয়ে সভাস্থলে উপস্থিত অনেক নেতাকে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে দেখা যায়। শ্রোতাদের মধ্যে অনেককেই মুখ চেপে হাসেন মোদির বাংলা উচ্চারণ শুনে। একুশের ভোটের সময়ে ‘চুপ চাপ পদ্মে ছাপ’ স্লোগান তুলেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ে বাংলায় তাঁর ‘পদ্ম’ উচ্চারণ নিয়েও কটাক্ষ করেছিল তৃণমূল।

সম্প্রতি মোদির বাংলা উচ্চারণ সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক ট্রোলও হয়েছে। যা নিয়ে মোদিকে কটাক্ষ করে জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূলের হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছিল, “এরপরে বাংলায় এসে বাংলা বললে প্লিজ, বংলা বংলা করবেন না!”

আরও পড়ুন- অভিষেক ম্যাজিকে মাতোয়ারা রোড শো ভাসলো জনসমুদ্রে

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version