Saturday, November 8, 2025

ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে সম্মানিত করবে রাষ্ট্রসংঘ

Date:

ভারতীয় নারীর জয়জয়কার, দেশ ছাড়িয়ে বিদেশেও সেরার সেরা মহিলারা। বিনোদন হোক বা সেনার লড়াই সবার আগে ভারতীয় মহিলারা। এবার রাষ্ট্রসঙ্ঘও সেই নারী শক্তিকে কুর্নিশ জানিয়ে ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে (Radhika Sen, Major Indian Army) বিশেষ সম্মান দিতে চলেছে। আগামী ৩০ মে তাঁর হাতে মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড (military gender advocate award) তুলে দেওয়া হবে।

রাধিকা আদপে হিমাচল প্রদেশের বাসিন্দা। স্নাতক স্তরে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে (biotechnology engineering) পড়াশোনা করে ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে আইআইটি বম্বে (IIT Bombay) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরই ২০১৬ সালে তিনি ভারতীয় সেনায় যোগ দেন। রাষ্ট্রসঙ্ঘের শান্তিবাহিনীর সদস্য হয়ে তিনি ধারাবাহিকভাবে শিশু এবং মহিলাদের হয়ে দারুণ কাজ করেছেন। ২০২৩ সালে রাষ্ট্রসঙ্ঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (মোনুস্কো) সদস্য হন তিনি। চলতি বছরের এপ্রিল।পর্যন্ত মোনুস্কোর ইন্ডিয়ান র‌্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডারের দায়িত্ব সামলেছেন।রাধিকার ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন মানবিকতা এবং দায়বদ্ধতার অন্যতম সেরা উদাহরণ। তাই দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষা সদস্য হিসেবে এই সম্মান পেতে চলেছেন রাধিকা। এই সম্মান মেজরের নিজের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, এই পুরস্কার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি লিঙ্গ-সংবেদনশীলতা বজায় রেখে সকলকে শান্তি রক্ষা করার অনুরোধও করেন তিনি।


 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version