Tuesday, August 26, 2025

ভারতীয় নারীর জয়জয়কার, দেশ ছাড়িয়ে বিদেশেও সেরার সেরা মহিলারা। বিনোদন হোক বা সেনার লড়াই সবার আগে ভারতীয় মহিলারা। এবার রাষ্ট্রসঙ্ঘও সেই নারী শক্তিকে কুর্নিশ জানিয়ে ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে (Radhika Sen, Major Indian Army) বিশেষ সম্মান দিতে চলেছে। আগামী ৩০ মে তাঁর হাতে মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড (military gender advocate award) তুলে দেওয়া হবে।

রাধিকা আদপে হিমাচল প্রদেশের বাসিন্দা। স্নাতক স্তরে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে (biotechnology engineering) পড়াশোনা করে ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে আইআইটি বম্বে (IIT Bombay) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরই ২০১৬ সালে তিনি ভারতীয় সেনায় যোগ দেন। রাষ্ট্রসঙ্ঘের শান্তিবাহিনীর সদস্য হয়ে তিনি ধারাবাহিকভাবে শিশু এবং মহিলাদের হয়ে দারুণ কাজ করেছেন। ২০২৩ সালে রাষ্ট্রসঙ্ঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (মোনুস্কো) সদস্য হন তিনি। চলতি বছরের এপ্রিল।পর্যন্ত মোনুস্কোর ইন্ডিয়ান র‌্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডারের দায়িত্ব সামলেছেন।রাধিকার ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন মানবিকতা এবং দায়বদ্ধতার অন্যতম সেরা উদাহরণ। তাই দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষা সদস্য হিসেবে এই সম্মান পেতে চলেছেন রাধিকা। এই সম্মান মেজরের নিজের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, এই পুরস্কার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি লিঙ্গ-সংবেদনশীলতা বজায় রেখে সকলকে শান্তি রক্ষা করার অনুরোধও করেন তিনি।


 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version